- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক গনধর্ষনের শিকার, পুলিশ নেয়নি অভিযোগ
আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক গনধর্ষনের শিকার, পুলিশ নেয়নি অভিযোগ
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ আশুলিয়ায় পলমল গ্রæপের একটি তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিককে ওই কারখানার পিএম ও ইনপুটম্যান গনধর্ষণ করেছে। এতে সহযোগিতা করেছে ওই কারখানার এক নারী সুপার ভাইজার। বৃহস্পতিবার আশুলিয়ার বাইপাইল কাইচাবাড়ী এলাকায় রুপসী বাংলা পার্কে এ গণধর্ষণের এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী ওই নারী শ্রমিক জানায়, তিনি জামগড়ার মনি মার্কেট একটি বাসায় ছেলে সন্তানকে নিয়ে ভাড়া থেকে জামগড়া পলমল গ্রæপের পাঁচ তলায় ১ নং লাইনে চাকুরী করতেন।তার লাইনে সুপার ভাইজার রোজিনা আক্তার তাকে গত বৃহস্পতিবার ঘুরতে যাওয়ার কথা বলে,সে তার কথায় রাজি হলে রোজিনা তাকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা বিসমিল্লাহ হোটেলের সামনে আসতে বলেন।
সেখানে এসে সে দেখতে পান একটি হাইচ গাড়ী। গাড়িতে উঠে দেখি উক্ত গাড়িতে তার ফ্লোরের পি এম রফিকুল ইসলাম সফিক ও ইনপুট ম্যান জাহাঙ্গীর আলম রয়েছে। পি এম রফিকুল ইসলাম তাকে ইতিপূর্বে বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছিলো। তার কথায় রাজি না হওয়া বিভিন্ন ভাবে তাঁকে হুমকি ধামকি দেন। তাই তাকে নিয়ে বেড়াতে যাওয়া নিয়ে গাড়িতে দেখে সে নামার চেষ্টা করে । এসময় রোজিনা আপা তাকে নামতে দেয়নি। এক পর্যায়ে বাইপাইলের পাশে রুপসী পার্ক নামে একটি স্থানে নিয়ে যায়। পরে তারা রোজিনাকে জোরপূর্বক প্রথমে পি এম সফিক ও পরে ইনপুট ম্যান জাহাঙ্গীর তাকে ধর্ষণ করে। ধর্ষন শেষে ধর্ষিতাকে সাশিয়ে বলে এবিষয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি প্রদান করে। এব্যাপারে পরের দিন আশুলিয়া থানায় সকাল ৮ টার থেকে রাত্র নয়টা পর্যন্ত বসে থেকেও লিখিত অভিযোগ বা সাধারণ ডাইরি নেয়নি পুলিশ । বর্তমানে সে ও তার ছেলে আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। এরা প্রভাবশালী হওয়ায় ঘরের বাহিরে পর্যন্ত যেতে পারছেনা ভুক্ত ভোগী ।
এব্যাপারে আশুলিয়া থানার ইনস্পেকটর তদন্ত আব্দুর রাশিদ জানান, এ ধরনের কোন অভিযোগ তিনি জানেন না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:
20 20