আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫০
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় দেয়াল ভেঙ্গে পারভীন আক্তার প্রিয়া (২৪) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়া শিমুলতলা এলাকায় কারখানায় যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পারভীন আক্তার প্রিয়া কুড়িগ্রামের বুরুঙ্গামারী থানার বোটহাট গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তিনি আশুলিয়ার শিমুলতলা এলাকার রতন খাঁর ভাড়া বাড়িতে থেকে প্রাইম ক্যাপ (বিডি) লিমিটেডে নামের একটি কারখানায় চাকুরী করতেন।
এলাকাবাসী জানায়, তারা সকালে ঘুমিয়েছিল, কিন্তু অনেক বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। শফিউল্লা পুলিশ নামের এক ব্যক্তির পাঁচতলা বাড়ির সীমানা প্রাচীর ঘেষে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের অধিক মাত্রাই ইট-বালি রাখার ফলে দেওয়াল ধসে পড়ে। এসময় ওই নারী কারখানায় যাওয়ার পথে বাউন্ডারির মধ্যে চাঁপা পড়েন। পরে সেখান থাকা ট্রাক ড্রাইভার ও ম্যানেজার পারভীন আক্তার প্রিয়াকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক তানিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত পারভীন আক্তার প্রিয়া দেওয়ালের নিচে চাপা পড়লে শ্বাস-নিস্বাস বন্ধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা মামলা কিংবা ময়নাতদন্ত করবে না। লাশ তারা বাড়িতে নিয়ে যেতে ইচ্ছুক।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |