আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫১
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ায় পিকআপভ্যানের চাঁপায় সুজাতা রানী বর্মন (৩৬) নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার সকালে আশুলিয়ার মরাগাং এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সুজাতা রানী বর্মন নওগাঁর নেয়ামতপুর থানা এলাকার সদায় বর্মনের স্ত্রী। সে তুরাগ এলাকায় বসবাস করে বাসা বাড়িতে কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় একটি পিকআপভ্যান তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মরদেহ উদ্ধার করে থনায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |