আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:১৩
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়া, ককটেল বিষ্ফোরন ও অগ্নিসংযোগের অভিযোগে আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ৬৮ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আশুলিয়া থানা পুলিশ। এই মামলায় ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আসামী করা হয় ৪৫ নেতাকর্মীকে। এই মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের গনস্বাস্থ্য কেন্দ্রের কাছে বেলতলা বাস স্ট্যান্ডে জমায়েত হয় আশুলিয়া থানা বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশের উপস্থিতি লক্ষ করে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায় । আশুীলযার ধনিয়া গ্রামের মৃত আলিম উদ্দিন দেওয়ানের ছেলে মো: সোলাইমান দেওয়ান (৫০) কে গ্রেফতার করে পুলিশ। এই মালার তদন্ত অফিসার উপপরিদর্শক আব্দস সবুর খান বলেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় আশুলিয়া থানার এস আই মাসুদ আল মামুন, এ এস আই নুরুল ইসলাম-১, এ এস আই নুরুল ইসলাম-২ আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক একজনকে আটক করা হয়। পরে শনিবার ভোরে আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মামলায় ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আসামী করা হয় ৪৫ নেতাকর্মীসহ মোট ৬৮ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই । এজাহার ভুক্ত আসামীরা হলো ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: আয়ুব খান, যুগ্ন সম্পাদক আসাদুজ্জান মোহন (২৮) , আশুলিয়া থানা বিএনপির যুগ্ন সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আবু হানিফ মিয়া, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দস সোবাহান, সাধারন সম্পাদক আমিনুর রহমান, ১ নং যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম, আশুলিয়া থানা যুবদলের সভাপতি রকি দেওয়ান, ঢাকা জেলা উত্তরের ছাত্রদলের সাবেক আহবায়ক তমিজ উদ্দিন, সাবেক যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন আদর, , ঢাকা জেলা উত্তরের ছাত্রদলের নেতা মাহফুজ ইকবাল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান সাগরসহ ২৩ জনের নাম উল্লেখিত। এই মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি রুজু করা হয়েছে বলে গত শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক আব্দস সবুর খান।
তবে এ ব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সভাপতি হাজী আব্দুল গফুর নিশ্চিত করে বলেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এরকম কোন ঘটনাই ঘটেনি। এটা একটি রাজনৈতিক প্রতিহিংসা,কারন ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির ঢাকার বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে পুলিশ মিথ্যা মামলা সাজিয়েছে। এসব মিথ্যা ও বানোয়াট আর প্রতিহিংসা মুলক মামলা দিয়ে বিএনপিকে দাবিয়ে দমিয়ে রাখা যাবেনা।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |