আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০৬
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বিল্ডিং মেরামতের কাজ করতে গিয়ে ওয়াল ধসে শফিকুল ইসলাম (৩২) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
বুধবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার আলী হোসেন সিকদারের মালিকানাধীন ৪র্থ তলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করতে গিয়ে ওয়াল ধসের এ দূর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া এলাকার সামাদ মিয়ার ছেলে এবং সে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার নুরুল ইসলামের বাড়িতেহ ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানায়, সকাল থেকে শফিকুল ও তার বাবা বাড়ইপাড়া এলাকার আলী হোসেন সিকদারের মালিকানাধীন ৪তলা ভবনের ২তলায় মেরামতের কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ ওয়াল ধসে তার শরীরের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার এসআই ফরিদুল ইসলাম জানান, নিহতের বাবার কোন অভিযোগ নেই। তবে নিহতের স্ত্রী এখনো আসেনি। ওনি নারায়নগঞ্জে থাকেন। ওনার যদি কোন অভিযোগ থাকে। ওনি আসলে লিখিত দিবেন এরপর মরদেহ দিয়ে দেওয়া হবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |