আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০০
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার জিরানী এলাকার একটি ভাড়া বাসায় যুবতী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ করেছে ধর্ষিতা।
ধর্ষকের পরিচয় পাওয়া গেছে, , মাদারিপুর জেলা, সদর থানা , ডিসিসি বাড়ির খন্দকার বদরুল হকের ছেলে মোঃ থোরশেদ আলম , বর্তমান, বাসা নং-২২, রোড নং-১৮, এভিনিউ-৫ বটতলা মিরপুর-১১, থানা পল্লবী।
ধর্ষিতা জানায়, থোরশেদ আলম নামক এক ব্যক্তির সাথে বছর খানেক পুর্বে ঢাকা এফডিসিতে পরিচয় হয়। তারপর থেকে ধর্ষক খোরশেদ আলম তার মুঠো ফোনে যোগাযোগ অব্যাহত রেখে বিয়ের প্রস্তাব দেয়। এই সুযোগে সে ওই যুবতীকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে থাকে এবং তার সাথে দৈহিক মিলামিশা শুরু করে। পরে সে তাকে নিয়ে জিরানী নামক এলাকার একটি ভাড়া বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে উঠেন। একে একে দিন, সপ্তাহ আর মাস পেরিয়ে সম্পর্কের ৮ মাস হয়ে যায় শুধু বিয়ের প্রলোভন কিন্তু বিয়ে করছেনা শুধু ধর্ষিত হচ্ছে। যুবতীর জিবনের মুল্যবান সম্পদ কেড়ে নিয়ে ক্ষ্যান্ত হয়নি তার ব্যাংকে জমানো ২ লক্ষ টাকা লুট করেছে ধর্ষক খোরশেদ আলম। যখন যুবতীর ব্যাংকের টাকা শেষ তখনি সে তার উপর মানষিক দৈহিক নির্যাতন শুরু করে আর বিয়ে করবেনা বলে চলে যায় এবং যোগাযোগ বন্ধ করে দেয়। যুবতী ধর্ষিত হওয়ায় কোন দিক খুজে না পেয়ে আশুলিয়া থানায় এসে অভিযোগ করেন । এ ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক আল আমিন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধর্ষক খোরশেদ আলমের পরিচয় মাঝে মাঝে সাংবাদিক আবার সিনেমার পরিচালক। ধর্ষিতা আরোও জানায়, ওই প্রতারক নারী ব্যবসায়ী সে বিভিন্ন সময় সুন্দরী সুন্দরী নারীদের সাথে প্রেম আর বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক করে দেশের ধনি ও প্রভাবশালীদের নিকট রাত চুক্তি বিক্রি করে থাকে। এমন পরিস্থিতিতে আমাকেও পরতে হয়েছে।
ওই ভাড়া বাড়ির ম্যানেজার সায়মনসহ প্রতিবেশিরা জানান, তারা দীর্ঘদিন ধরে স্বামী ও স্ত্রী হিসেবে এই বাড়িতে ভাড়া থাকছেন। আবার মাঝে মধ্যে তাদের মধ্যে বিবেদ লেগে থাকতো। তাদের বিয়ে হয়েছে কিনা আমরা জানিনা তবে স্বামী পরিচয়ে মাঝে মধ্যে দিন ও রাত এক ঘরে যাপন করতো।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক আল আমিন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে তেমন কোন সত্যতা পাওয়া যায়নি। তার নিকট এই প্রতিবেদক ধর্ষনের বিষয় ও আসামী গ্রেফতারের বিষয় জানতে চাইলে তিনি বলেন আপনার যা মনে চায় তা লিখেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |