- প্রচ্ছদ
-
- অপরাধ
- আশুলিয়ায় বৈদ্যুতিক খুঁটি বসানোকে কেন্দ্র করে হামলা; আহত-৫
আশুলিয়ায় বৈদ্যুতিক খুঁটি বসানোকে কেন্দ্র করে হামলা; আহত-৫
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২০ ১১:১৭ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মানিক সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ- সাভারের আশুলিয়ায় বিদ্যুতের খুটি বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে আশুলিয়ার গোরাট পাকার মাথা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় আহতরা হলেন- হানিফ সরকার (২৬), আবু সামাদ (৫০), আলকাস (৪৫), মোকতার সরকার(৫৫)। তারা সবাই আশুলিয়ার গোরাটের বাসিন্দা। এদের মধ্যে আবু সামাদ ও হানিফ সরকারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার স্বজণরা।
এ ঘটনায় গোরাট এলাকার স্থানীয় জামালের ছেলে সোরহাব, আনা মিয়া, রানা মিয়া, আলামিন, সোনা মিয়ার ছেলে সম্রাট, আলমগীর হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান আহত মোক্তার সরকার ।
আহত হানিফের স্বজন তানভির আহম্মেদ জানান, গত কয়েক দিন আগে হানিফদের জমিতে বিদ্যুতের খুটি বসানোর জন্য পায়তারা করছিলো সোরহাব। এ ঘটনায় হানিফ বাধা দিলে তাকে নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো সোরহাব।শনিবার সকালে হানিফ কারখানায় যাওয়ার পথে সোরহাব, আনা মিয়া, রানাসহ আর কয়েকজন হানিফের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আবু সামাদ, আলকাস ও মোকতার হানিফকে রক্ষা করতে গেলে তাদেরকে দেশিও অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম। এসময় এলাকাবাসীর সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার সত্যতা জানতে বিবাদী পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) মোঃ ইকবাল হোসেন জানান, গোরাট এলাকায় মারামারির ঘটনায় উভয়পক্ষ পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন। এই ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্যঃ আনা মিয়া, রানা মিয়া ও আলমগীর বাহিনীর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং, মাদক ব্যবসা ও ধর্ষণসহ নানা অপকর্মে অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে ধর্ষণসহ থানায় একাধিক মামলা রয়েছে।
Please follow and like us:
20 20