আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০১
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি মসজিদের জমি রক্ষার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুসল্লীরা।
মঙ্গলবার বাদ জোহর আশুলিয়ার জামগড়া গ্রামের বাইতুল্লাহ জামে মসজিদের জমি রক্ষার দাবী জানিয়ে মসজিদের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি সাফাজ উদ্দিন মীর জানান, ১৯৮৬ সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে মসজিদের ওয়াকফাকৃত জমিতে কয়েকটি দোকান নির্মাণ করা হয়। দোকানের আয় থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ মসজিদের উন্নয়ন কাজ করা হত। সম্প্রতি মসজিদের দোকানগুলো মেরামতের প্রয়োজন হওয়ায় সংস্কার কাজ শুরু করেন। কিন্তু জামগড়া মীর বাড়ি এলাকার মৃত আব্দুর রউফ মীরের ছেলে আবুল কালাম মীর সংস্কার কাজ বাঁধা প্রদান করেন। এঘটনাকে কেন্দ্র করে মসজিদ কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করেন কালাম মীর।
মানব বন্ধনে মুসল্লীরা জানান, অবিলম্বে মসজিদ কমিটির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং মসজিদের জায়গা মসজিদের নামে ফেরত দিতে হবে। তা না হলে আগামী শুক্রবারের মধ্যে ভুমিদস্যু কালাম মীর ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। সেই সাথে মসজিদের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |