আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২৯
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মহাসড়কে অটোরিকশা চালানো, আলাদা লেন সহ নানা দাবী জানিয়ে ঢাকার আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশার চালকরা। এসময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বৈদ্যুতিক খুটি ফেলে অবরোধ করায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে বিভিন্ন যানবাহনের চালক সহ যাত্রীরা।
সোমবার বেলা ১১টার দিকে প্রথমে অটোরিকশা চালকরা বাইপাইল মোড়ে সমবেত হয়। পরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় সড়কের উভয় পাশ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষুব্দ অটোরিকশা চালকরা জানায়, রিকশা নিয়ে মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ রিকশা ধরে মামলা দেয়। আর এতে তাদের ২৬০০ টাকা গুনতে হয়। মাসে একবার ধরলেও হয়। কিন্তু কয়েকবার ধরা হয়। রিকশা মহাসড়কে উঠতে না দিলে বন্ধ করে দিলেই হয়। ধরে ধরে জরিমানা করার কি আছে? মহাসড়কের পাশ দিয়ে রিকশা চালানোর জন্য আলাদা লাইন করে দেওয়ারও দাবী জানান তারা। এসব বিষয় নিয়ে গতকাল তাদের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং আজ সকাল থেকে রিকশা বন্ধ রেখে বিভিন্ন পয়েন্ট থেকে তারা বাইপাইল মোড়ে জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি অংশ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে আশুলিয়া থানা পুলিশ তাদের বাঁধা প্রদান করে। একপর্যায়ে তারা পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ করতে থাকে। পরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান ঘটনাস্থলে পৌছে তাদের বুঝিয়ে প্রায় দেড় ঘন্টা পর মহাসড়ক থেকে সড়িয়ে দেন। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি মো: আতিকুর রহমান জানান, মহাসড়কে রিকশা চলার কোন নিয়ম নেই। যদি চলে তাহলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার জরিমানা পরিশোধ করতে হবে। এছাড়া রিকশা ধরে জরিমানা করা এটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, হাইকোর্টের সিদ্ধান্ত বলেও জানান তিনি। মহাসড়কে অটোরিকশা বা থ্রি-হুইলার না চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ করেন তিনি।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |