আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০০
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ ঢাকার আশুলিয়ায় সরকারী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি বেসরকারী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এসময় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপরসহ সাংবাদিকদের উপর হামলা করে। ভিডিও ধারণে বাঁধা দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার হুমকী সন্ত্রাসী বাহিনীর।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে দিকে বাইপাইল -আশুলিয়া সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করছেন নাইটেঙ্গেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১২ টা ৩০ মিনিটেও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান,পুলিশ আমাদের কে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে এসময় একদল সন্ত্রাসী বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আহত করে। এসময় তারা সাংবাদিকদেরও হুমকি ধামকি প্রদান করে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন ভর্তির চার বছরেও আলোর মুখ দেখছি না। ভর্তির পর থেকেই কতৃপক্ষকে আমরা তাগিদ দিয়ে আসছিলাম যে অন্তত বিএমডিসির রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করতে। কিন্তু কতৃপক্ষ নিজের খেয়ালখুশি মতো প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এতে আমাদের সোনালী ভবিষ্যতের সাথে অর্থও নষ্ট হয়েছে। আমরা দ্রæত মাইগ্রেশন চাই। তা না হলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।
আন্দোলনরত শিক্ষার্থী মো. ইমরান খান বলেন, আমরা এর আগেও একই দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম। কতৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েও কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। এই মেডিকেল কলেজে আমরা ১৫ লাখ টাকা খরচ করে ভর্তি হয়েছি। কিন্তু এখন আমরা আমাদের পরিবারের কাছে মুখ দেখাতে পারছি না। এই মেডিকেলে কোন রোগীই নেই। ঠিকমত তারা শিক্ষার ব্যবস্থা না করেই শিক্ষার্থীদের ভর্তি নিয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
আলীনূর পরিবহনের চালক মিজানুর রহমান বলেন, আমরা ১১ টা থেকে সড়কে আটকে রয়েছি। শিক্ষার্থীরা সড়কের মধ্যে বসে পড়েছে। এতে করে যাত্রীরা ভোগান্তিতে পরেছেন।
এব্যাপারে নাইটিংগেল মেডিকেল কলেজের অধ্যক্ষ রুহুল কবির রুমি বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তাদের দাবি নিয়ে আমরা কাজ করছি।
এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. মিজান বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি দ্রæত সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |