আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০১
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার দিয়াখালি এলাকায় এক মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে রাকিব নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলে বিষয়টি জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ করেন ওই মুক্তিযোদ্ধা।মঙ্গলবার সকালে আশুলিয়ার দিয়াখালি এলাকায় মুক্তিযোদ্ধার ওই জমিতে গিয়ে এসব তথ্য জানা যায়।
ভোক্তভোগী বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন জানান, এসএ, আরএস এবং বিআরএস রেকর্ডমূলে মালিক হয়ে ভোগদখল করে আসছেন তারা। কিন্তু তাদের জমির পাশে রাকিব সাহেব নামের এক ব্যক্তি এক খন্ড জমি কিনেছেন। ওই জমি কেনার পর থেকেই তাদের মালিকানাধীন ২৩ শতাংশ জমি দখলে নিতে বিভিন্নভাবে চেষ্টা করতে থাকেন। একপর্যায়ে ওই জমি নাকি তিনি কিনে নিয়েছেন এমনটা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন। এরই মধ্যে তাদের জমিতে থাকা সাইনবোর্ড ফেলে দিয়ে জমি দখলে নিতে বালু ফেলে ভরাট করছেন। বিষয়টি থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলে জানিয়েও কোন লাভ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এব্যাপারে অভিযুক্ত রাকিব মোঠোফোনে জানান, ওই জমি তিনি দীর্ঘ ১৫ বছর আগে কিনেছেন। কিন্তু জমিতে কাজ শুরু করলে স্থানীয় বেশ কয়েকজন তাদের জমি বলে দাবী করেন। তবে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের কাগজপত্র থাকলে অফিসে আসেন। কিন্তু তারা এখন পর্যন্ত আসেনি।
এব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক সফিউল্লাহ জানান, টিম ফার্মাসিউটিক্যাল নামের একটি প্রতিষ্ঠানের ওই স্থানে জমি কেনা আছে। তবে তারা যাদের কাছ থেকে জমি কিনেছে তাদের কিছু ওয়ারিশ বাদ রয়েছে। বাদ পড়া ওয়ারিশগণ আবার ওই জমি অন্য কয়েকজনকে লিখে দিয়েছে। এঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। তবে বিষয়টি আলফা থ্রি স্যার মেনটেইন করছেন। আজ সেখানে দুই পক্ষ বসার কথা রয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |