- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর গনশুনানী
আশুলিয়ায় সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর গনশুনানী
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২ ৮:৩৪ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ জনস্বার্থে ও সরকারীসার্থে আশুলিয়া রাজস্ব সার্কেল, সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আানোয়ার হোসেন প্রতিনিয়ত গনশুনানী করে চলছেন। এতে কাজের সচ্ছতা বাড়ছে, জনদুর্ভোগ কমছে এবং দীর্ঘ দিনের ভুক্তভোগীদের সমস্যার সমাধান করছেন এই খোলামেলা গনশুনানীর মাধ্যমে। আফসানা আক্তার নামক একজন ভুক্তভোগী জানান, আমিতো মনে করছিলাম এতো বড় স্যারের সাথে কি দেখা করতে পারবো। সরেজমিনে এসে দেখি স্যার নিজের অফিস রুমের চেয়ার ছেড়ে কখনো অপেক্ষমান রুম, কখনো সেবা রিসিপশন টেবিলে দাড়িয়ে আবার নিচতলার গ্রাউন্ড ফ্লোরে দাড়িয়ে শুনানী করছেন এবং দ্রুত সমস্যার সমাধান দিচ্ছেন। এরকম মন্তব্য করেছে প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগীরা যাহা অতিতের সমস্ত জনদুর্ভোগ নিমিশেই কেটে যাবে এবং সরকারী রাজস্ব বৃদ্ধি পাবে। এব্যাপারে জানার জন্য আশুলিয়া রাজস্ব সার্কেল ভুমি সহকারী কমিশনার অফিসের অন্যান্য কর্মরতদের সাথে আলাপকালে জানা গেছে ঢাকা জেলা প্রশাসনের নির্দেশে গনশুনানীর কার্যক্রম চলছে।
প্রসংগতঃ সরেজমিন ঘুরে দেখা গেছে, পুর্বে একটি নামজারী খারিজ নিষ্পত্তি হতে ৪৫ দিন সময় লেগেছে। বর্তমানে সরকারের নির্দেশনায় ১০/১৫ কার্যদিবসে নামজারী মামলা নিষ্পত্তির জন্য আশুলিয়া রাজস্ব সার্কেল, সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন প্রতিনিয়ত তার অধিনস্থ কর্মকর্তাদেরকে তাগিদ দিয়ে যথাসময়ে নামজারী পর্চা ও ডিসিআর প্রদান করছেন এমনকি ভুমি সংক্রান্ত যেকোন মিসকেস মামলা দ্রুত নিষ্পত্তি করছেন। অভিজ্ঞ কানুনগো হাবিবুল্লাহ খান, সার্ভেয়ার আবুঅভিজ্ঞ কানুনগো হাবিবুল্লাহ খান, সার্ভেয়ার আবু বক্কর সিদ্দিক চৌধুরী, সার্ভেয়ার শফিকুল ইসলামসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগন জনসাধারনকে সার্বিক সহযোগিতার মাধ্যমে নিরলস সেবা প্রদানের সুস্পষ্ট প্রমান করেছেন। যার কারনে দ্রুতগতিতে ভুমি সংক্রান্ত রাজস্ব আদায় হচ্ছে।
Please follow and like us:
20 20