- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় সাইনবোর্ড দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ
আশুলিয়ায় সাইনবোর্ড দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৪ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়া : সাভারের আশুলিয়ার পাথালিয়া চারিগ্রাম এলাকায় ২৫ বছর ধরে ভোগ দখলীয় জমিতে সাইনবোর্ড ও একটি দোকানে তালা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি ভুমিদস্যু চক্রের বিরুদ্ধে। ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং ৫৮৮) করেছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, আশুলিয়া থানাধীন চারিগ্রাম উত্তরপাড়া সাকিনস্থ বায়নাকৃত জমি ০৮ শতাংশ এবং ৭ শতাংশ খাস জমিতে দীর্ঘ ২৫ বছর ধরে ঘর-বাড়ি ও দোকান পাট নির্মাণ করে বসবাস করছে স্থানীয় আব্দুল জলিল ও তার ছেলে রবিউল ইসলাম৷ ওই জমিতে ৯ টি দোকান ও ১০ টি সেমিপাকা কক্ষ রয়েছে। কিন্তু কিছুদিন ধরে স্থানীয় ভুমিদস্যু নূরুল ইসলাম, আওলাদ, সাদেক ও জব্বার ওই জমি অবৈধভাবে জবর দখলের পায়তারা করছে। এরই মধ্যে গেল ৭ সেপ্টেম্বর উক্ত ভুমিদস্যুরা জমি জবর দখলে নিতে অবৈধভাবে সাইনবোর্ড লাগাতে আসে। বাধা দিতে গেলে তারা নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। বিষয়টিবিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও আশুলিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সেই সাথে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম জানান, ওই জমি মশিউর রহমানের কাছ থেকে বায়না সূত্রে মালিক হয়ে বিগত ২৫ বছর ধরে ভোগ দখল করছেন তারা। সেই সাথে ৯ টি দোকান ঘর ও ১০ টি সেমিপাকা কক্ষ ভাড়া দিয়েছেন। অথচ স্থানীয় চিহ্নিত ভুমিদস্যুরা জমি দখলে নিতে নানা পায়তারা করে যাচ্ছে। জমিতে সাইনবোর্ড দিয়েছে একটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল নূর তারেক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:
20 20