- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়া থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়কে ট্রাফিক সচেতন র্যালি
আশুলিয়া থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়কে ট্রাফিক সচেতন র্যালি
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২০ ১১:২৭ পূর্বাহ্ণ
নজরিল ইসলাম মানিক সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল বেলা এগারটার দিকে আশুলিয়া থানা থেকে বাইপাইল তিন রাস্তা মোড় পর্যন্ত ট্রাফিক সচেতনতা র্যালি করেন আশুলিয়া থানা পুলিশ
এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত,) মোহাম্মদ জিয়াউল হক, পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ, পরিদর্শক (ইন্টেলিজেন্ট) এ কে এম ফজলুল হক, সহ আশুলিশয়া থানার উপপরিদর্শক, সহ-উপপরিদর্শকগন। উক্ত অনুষ্ঠানে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল হক সকল পরিবহনের চালকের প্রতি অনুরোধ করে বলেন আপনারাও একজনের সন্তান বা স্বামী বা পিতা। তাই আপনারা নিয়ম শৃংখলা মেনে অন্যকে এবং নিজেকে নিরাপদ রেখে দুর্ঘটনা এড়িয়ে গাড়ি চালাবেন। তবেই জাতীয় নিরাপদ সড়কের কর্মসুচী বাস্তবায়নের সফলতা আসবে।
Please follow and like us:
20 20