আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৭
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় রওশন আরা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার জমির গাছ কেটে ফেলা, আদা গাছ উঠিয়ে ফেলা ও ভাংচুর করে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে বকুল হোসেন সরকার নামের এক ইউপি মে¤\^ারের বিরুদ্ধে। ঘটনায় ওই বৃদ্ধা নারীর ছেলে বাবুল সরকার বকুল মে¤\^ার সহ আরো তিন জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গত বৃহস্পতিবার সকালে আশুলিয়ার গোমাইল নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিধবা ওই বৃদ্ধার ছেলে বাবুল সরকার জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মে¤\^ার ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং গোমাইল নামাপাড়া এলাকার সুরুজ আলী সরকারের ছেলে বকুল হোসেন সরকার (৪৩), জাকির হোসেন (৪১), সাগির হোসেন সরকার (৩২) ও তাদের বাবা সুরুজ আলী সরকার (৬৫) বিভিন্ন সময়ে বাড়ির পাশের ৩ শতাংশ জমি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে জমিতে থাকা বেশ কয়েকটি ফলজ গাছ কেটে ফেলে। বাধা দিতে গেলে নানাভাবে ভয়ভীতি প্রদান ও মারধরের হুমকি দিয়ে জমি দখলের পায়তারা করছে। এলাকায় একাধিক বার বিচার শালিস হলেও কোন লাভ হয়নি। এরপরও ভিটা বাড়ি ছাড়া করতে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে থাকা আদা উঠিয়ে ফেলে, গাছপালা কেটে ফেলে এবং ব্যাপক ভাংচুর করে টিনের ঘর তৈরি করার জন্য খুটি পুতার পায়তারা করে। বাধা দিতে গেলে বকুল মে¤\^ার ও তার ভাই সাগির সহ আরো কয়েকজন তাদের ধাওয়া করে। এসময় জীবন রক্ষার্থে তারা ঘরের ভেতর গিয়ে আত্মরক্ষা করে। পরে ওইদিনই আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধার ছেলে বাবুল সরকার। এরাগেও গত ২০১৮ সালে বকুল হোসেন সরকার তাদের জমির ১৩টি মেহগনি গাছ কেটে ফেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী জানান, অভিযোগ পেয়েছি। এখনো ঘটনাস্থলে যাওয়া হয়নি। তবে তাদের সাথে কথা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |