আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৩৯
ফরিদগঞ্জ প্রতিনিধি :- গতকাল ১০ম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের প্রধান অভিযুক্ত কথিত যুবলীগ নেতা শিমুল মিজি গতকাল থেকে পলাতক ছিল । তবে তাকে গ্রেফতারে থানার একটি টিম ব্যাপক তৎফর ছিল ।এদিকে এক গোপন সূত্রের খবরে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে পালিয়ে যাওয়ার সময় এস আই নুরুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে শিমুলকে গ্রেফতার করে ।বর্তমানে প্রধান আসামিকে নিয়ে চাঁদপুর থেকে ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে ।
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের বোডাল পাটোয়ারী বাড়ির মেয়ে অাস্টা উচ্চ বিদ্যালয়ের ১০শম শ্রেণীর ছাত্রী রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে প্রধান আসামি স্থানীয় যুবলীগ নেতা শিমুল মিজি সহ ওই বখাটেরা তুলে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছাত্রী কোন রকমে ছাড়া পেয়ে বাড়িতে এসে জানালে সন্ধ্যায় তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। ।
এদিকে ১০ম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় থানা পুলিশ নারীসহ ৩জনকে গতকাল সোমবার সকালে আটক করে । আটককৃতরা হলেন, ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) এবং লিপি বেগম (৩২) । এছাড়া ঘটনার শিকার শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার চাঁদপুরে পাঠানো হয়েছে।
অন্যদিকে গতকাল ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, মামলা গ্রহণ করে আমরা তিনজনকে আটক করেছি। প্রধান অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
পুলিশের তাৎক্ষণিক এই পদক্ষেপকে স্থানীয় সকলে সাধুবাদ জানিয়ে বলেছেন, দ্রুতই জেন আসামিদের শাস্তি হয় ।যাতে কোনো ভাবেই আইনের মারপেঁচে বের হয়ে না আসতে পারে তার একটি সু:ব্যবস্থা করতে হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |