আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:২৬
বিডি দিনকাল ডেস্ক: সরকার পতনের একদফা দাবিতে রাজপথে থাকা বিএনপি ও সমমনা দলগুলোর দ্বিতীয় ধাপের কর্মসূচি শেষ হচ্ছে আজ। শেষদিনে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের জন্য চূড়ান্ত বার্তা দেবে বিএনপি। দুর্গাপূজার পর শুরু হবে বিরোধী জোটের চূড়ান্ত ধাপের আন্দোলন। সেই ধাপের কর্মসূচি চূড়ান্ত করতে গত এক সপ্তাহ ধরে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট ও দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিএনপি’র শীর্ষ নেতারা। এ ছাড়া বিএনপি’র স্থায়ী কমিটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকেও কর্মসূচির খসড়া নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানিয়েছে, ঘণ্টা বেঁধে আল্টিমেটাম দেয়ার পথে এবার হাঁটবে না বিএনপি। তবে আজকের সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের জন্য চূড়ান্ত একটি বার্তা দেবে দলটি। একইসঙ্গে রাজধানীতে আরও একটি মহাসমাবেশের ঘোষণা দেয়া হবে। সেই মহাসমাবেশের সম্ভাব্য তারিখ হতে পারে ২৭ বা ২৮শে অক্টোবর।
সারা দেশ থেকে দলীয় নেতাকর্মীদের ঢাকায় এনে মহাসমাবেশে বড় জমায়েত করার আপাতত পরিকল্পনা রয়েছে। সেই মহাসমাবেশ থেকেই চূড়ান্ত আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন বিএনপি মহাসচিব। প্রথমে সচিবালয়মুখী পদযাত্রা কিংবা ঘেরাও দিয়ে শুরু হতে পারে লাগাতার কঠোর কর্মসূচি। এরপর ধারাবাহিকভাবে নির্বাচন কমিশন ঘেরাও, অবস্থান কর্মসূচি, আশপাশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী রোডমার্চ, সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি আসতে পারে। তফসিলের আগেই রাজপথে দাবি আদায়ে ঝড় তুলতে চায় বিএনপি। আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে চায় তারা। তবে পরিস্থিতি বুঝে কর্মসূচির ধরন পাল্টানো হতে পারে বলে নেতারা জানিয়েছেন। সরকারকে বাধ্য করতে আসতে পারে আরও কঠোর কর্মসূচি। রাজনৈতিক সমাধান না হলে তফসিল ঘোষণার দিন থেকেই হরতাল বা ঢাকা অবরোধের মতো হার্ডলাইনের কর্মসূচি ঘোষণা দেয়া হতে পারে।
পুলিশের গ্রেফতার অভিযান নিয়ে মধ্যে রাতে বিএনপি অফিসে দলের সিনির যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহম্মেদ সংবাদ সম্মেলন করেন । রাজধানী থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু’ , তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ’ সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান সংবাদ সম্মেলন থেকে রুহুল কবির। তিনি বলেন এই ধরণের গ্রেফতার অভিযান করে সমাবেশ বানচাল করা যাবে না । যথা সময়ে সকলকে সমাবেশ স্থলে চলে আসার আহ্বান জানান রিজভহি আহমেদ ।
গতকাল সন্ধ্যার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আস পাস্ এলাকায় হটাৎ করে ভুতুড়ে পরিবেশ তৈরী হয় । রাট ১০ টার পর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের সমস্ত আবাসিক হোটেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ ১৮ অক্টোবর ২০২৩, বুধবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য জনসমাবেশকে ঘিরে এবং নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতেই এহেন অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে নয়াপল্টন ও আশপাশের এলাকায় চরম থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় হোটেল ও মেস গুলোতেও তল্লাশি চালাচ্ছে । যাকেই সন্দেহ হচ্ছে তাকেই তুলে নিয়ে যাচ্ছে ।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |