আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫২
ঢাকা : আয়কর ফাঁকির মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীকে নয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
এ মামলায় শুরু থেকে আসামি শহিদ উদ্দিন চৌধুরী পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামি শহিদ উদ্দিন চৌধুরীকে দণ্ডবিধির ১৬৪ ধারায় এক বছর, দণ্ডবিধির ১৬৫ ধারায় তিন বছর এবং দণ্ডবিধির ১৬৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এক ধারার সাজা শেষ হওয়ার পর আরেক ধারার সাজা শুরু হবে। সেক্ষেত্রে শহিদ উদ্দিন চৌধুরীকে নয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক রায়ে বলেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর আয়কর ফাঁকির অভিযোগ এনে ঢাকার কর অঞ্চল-৯-এ মামলা করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান। পরে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |