আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫৮
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ – উলিপুর উপজেলাধীন ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে রাত অবধি পান্ডুল ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে নৌকা মার্কার পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছে। প্রার্থীরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের সামনে তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছে। পান্ডুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ দীর্ঘদিন ধরে পান্ডুল ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন। তিনি এবারও চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বন্যা, খরা, মঙ্গা ও করোনাকালীন সময়ে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে হতদরিদ্র পরিবারে ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন। এ কারণে পান্ডুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ তার ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে পারবেন বলে আশাবাদী। পান্ডুল ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিশিষ্ট সমাজসেবক মোঃ তহসীন আলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মোঃ তহসীন আলী বিগত কয়েক বছর ধরে পান্ডুল ইউনিয়নে যে কোন সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহায়তা দেয়া থেকে শুরু করে সামাজিক কাজগুলোতে তিনি উপস্থিত থেকে সাধারণ মানুষকে উৎসাহ দিয়ে আসছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাট-বাজার ও এলাকায় তহসীন আলীর বিলবোর্ড পোস্টারে ছেয়ে গেছে। ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে তহসীন আলী দলীয় মনোনয়ন পেতে পারেন বলে তার সমর্থকদের দাবি। এদিকে পান্ডুল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আমিন (আর.ই) এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। যদিও তিনি এলাকায় বেশি সময় থাকেন না, মাঝে মধ্যে বিভিন্ন উন্নয়ন কাজে উপস্থিত হয়ে সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছেন। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে কর্মবিত্ত কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান জমসের উদ্দিনের সুযোগ্য পুত্র হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আমিন (আর.ই) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ইঞ্জিনিয়ার নূরুল আমিন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সমর্থন নিয়ে পান্ডুল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন বলে অনেকের ধারণা। পান্ডুল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে। প্রার্থী বেশি হওয়ায় তৃণমুল আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের কদর বেড়েছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে ঈদুল ফিতর, ঈদুল আযহা, পূজা অর্চনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নানাভাবে অনুদান দিতে হচ্ছে। এতে করে সাধারণ হতদরিদ্র জনগণ ও দলীয় নেতাকর্মীরা ব্যাপক সুযোগ সুবিধা পাচ্ছে। পান্ডুল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |