- প্রচ্ছদ
-
- ঢাকা
- ইউপি নির্বাচনে অংশগ্রহন করায় টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের দুই নেতা বহিঃস্কার
ইউপি নির্বাচনে অংশগ্রহন করায় টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের দুই নেতা বহিঃস্কার
প্রকাশ: ৩ জুলাই, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ
টাঙ্গাইল প্রতিনিধিঃ- টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা ও হতেয়া রাজাবাড়ি ইউপি নির্বাচনে অংশগ্রহন করায় কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম সরকার লাল মিয়া এবং কৃষক শ্রমিক জনতা লীগ হতেয়া রাজাবাড়ির ইউনিয়ন শাখার সভাপতি হুমায়ুন খানকে বহিঃস্কার করা হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক স্বাক্ষরিত বহিষ্কারাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সখিপুর শাখার আহবায়ক আলহাজ আব্দুল সবুর খান। আগামী ১৭জুলাই সখিপুর উপজেলার কালিয়া,বড়চওনা,হাতীবান্ধা,হতেয়া রাজাবাড়ি ৪টি িইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কালিয়া ইউনিয়নে দলীয় প্রার্থীর বাইরে আব্দুল হালিম সরকার লাল মিয়া স্বতন্ত্র(আনারস) প্রার্থী ও হতেয়া রাজাবাড়ি ইউনিয়নে হুমায়ুন খান স্বতন্ত্র(আনারস) প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করছেন।
Please follow and like us:
20 20