আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪৩
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ :প্রতি বছরের ন্যায় এ বছর ও আয়োজন চলছে খ্রীস্টধর্মের বড় উৎসব ক্রিস্টমাস ডে বা বড় দিন। তবে চলতি বছর করোনা পরিস্থিতিতে একটু ভিন্নভাবে পালন করবে ইউরোপ প্রবাসীরা ।
খ্রিস্টান ধর্মাবলম্বী দের সবচে বড় উৎসব ক্রিস্টমাস ডে বা বড় দিন । এ উৎসব কে ঘিরে চলে মাস ব্যাপী না না আয়োজন । পুরো ইউরোপ সাজে আলোকসজ্জা সহ মতুন সাজে। তবে আলোকসজ্জা ও নতুন সাজে সাজলেও মানুষের মনে বড় দিনের আনন্দ টুকু ম্লান করে দিয়েছে বিশ্ব ব্যাপী ছড়িয়ে পরা করোনা ভাইরাস পরিস্থিতি । তাইতো উৎসব টা হবে সীমিত আকারে।
ইউরোপীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরাও আয়োজন করেছে তাদের উৎসব আয়োজন । ইতালির ত্রেভিজো শহরে বসবাসরত বিলাস রোজারিও ও অস্ট্রিয়া র ভিয়েনায় বসবাসরত উজালা রোজারিও জানান তারা পরিবারের সদস্যদের সাথে নিয়েই নিজ বাসায় সংক্ষিপ্ত পরিসরে পালন করবে উৎসবটি ।
ইতালি , স্পেন , অস্ট্রিয়া , বেলজিয়াম , নেদারল্যান্ডস , সুইজারল্যান্ড , ফ্রান্স , জার্মানি , পর্তুগাল , সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা নিজ নিজ দেশের আইনকে শ্রদ্ধা জানিয়ে সরকারের নির্দেশনা মনে গির্জায় প্রার্থনা শেষে পরিবারের সাথে তাদের ক্রিস্টমাস উৎসব পালন করবে বলে জানিয়েছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |