আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৪
ডেস্ক:- মিন্নির ইচ্ছেই পূরণ হলো! বরগুনার আ’লোচিত রিফাত শরী’ফ হ’ত্যা মা’মলায় ছয়জনকে মৃ’ত্যুদ’ণ্ড দিয়েছেন আ’দালত। এই ৬ জনের মধ্যে রিফা’তের স্ত্রী’ আয়শা সিদ্দিকা ওরফে মি’ন্নিও একজন।
এদিকে রায় প্রকাশের পরপরই পুরোনো একটি ভি’ডিও ক্লি’প ফেসবুকে ভাই’রাল হয়েছে। যেখানে মি’ন্নিকে বলে দেখা যায়, প্রধানমন্ত্রীর কাছে আমি আমা’র স্বামী (রিফাত শরীফ) হ’ত্যা’র বি’চার চাই। দো’ষী’দের ফাঁ’সি চাই’।
গত বুধবার থেকে ফেসবুকের বিভিন্ন গ্রু’প ও পেজে ছোট্ট এই ভি’ডিও ক্লি’প গণহা’রে শেয়ার হয়েছে। এছাড়া মন্তব্যের ঘরে নেটিজেনরা কটূ কথায় ভরি’য়ে দিয়েছেন।
মঈন মোশাররফ নামে এক ব্যক্তি কমে’ন্টস করেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আবেদনের পর মি’ন্নির ইচ্ছাই পূরণ হয়েছে’। নকী’ব ইয়াহিয়া নামে এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে ক্যা’পশ’নের ঘরে লিখেছেন, ‘সত্য সবসময় সুন্দর, মেনে নিতে হবে। এই মি’ন্নি’ই রিফাত হ’ত্যার মা’স্টারমা’ই’ন্ড। রিফাত শরীফ ‘হ’’ত্যা মাম’লায় মৃ’ত্যুদ’ণ্ডপ্রা’প্ত ছয় আ’সামিকে বরগুনা জে’লা কা’রাগা’রের ক’নডে’ম সে”লে রাখা হয়েছে। সেখানে এখন এই ছয় ব’ন্দী ব্যতীত অন্য কোনো কা’রাব’ন্দি নেই এবং নারী ব”ন্দী’দের মধ্যে একমাত্র মিন্নিই ক’নডে’ম সে’লে রয়েছেন। বরগুনা জে’লা কা’রাগা’রের তত্ত্বাবধায়ক (জে’ল সুপার) মো. আনোয়ার হোসেন জানান, এই মুহূর্তে বরগুনা কা’রাগা’রের ক’নডে’ম সে’লে মিন্নি ব্যতীত অন্য কোনো নারী ব”ন্দী নেই। এছাড়া আ’লোচিত এ হ”ত্যা মা’মলা’র অ’পর ৫ পুরুষ আ’সামি ছাড়া ক’নডে’ম সে”লে অন্য কোনো পুরুষ ব”ন্দীও নেই।
জে’ল সুপার জানান, কারাবিধি অনু’যা”য়ী ছয় বন্দীকেই ক’নডে’ম সে’লে থা’লা, বা’টি ও ক’ম্বল দেয়া হয়েছে। এছাড়াও প্রতি আ’সামিকে কা’রাগা’রের পক্ষ থেকে দুই সেট পো’শাক দেয়া হয়েছে। এ পোশাক তারা প’রিধান করবেন।
গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের স’ড়কে রিফাত শরীফকে প্রকাশ্যে কু”পিয়ে হ”ত্যা করে নয়ন ব’ন্ডের গড়া কি’শোর গ্যাং’ ব”ন্ড গ্রুপ। এ হ’ত্যা মা’মলায় ২৪ জনকে আ’সা’মি করে দু’টি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেন ত’দন্তকা’রী কর্মক’র্তা। এর মধ্যে ১০ জন প্রা’প্তবয়’স্ক ও ১৪ জন শি’শু আ”সামি।
এ হ”’ত্যা মা’ম’লায় ফাঁ’সির দ”ণ্ডপ্রা’প্তরা হলেন- আয়শা সিদ্দিকা মিন্নি (১৯) , আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইস’লাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকট’ক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩)।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |