- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- ইতালিতে আফাই আলীকে ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা
ইতালিতে আফাই আলীকে ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৭ পূর্বাহ্ণ
জাকির হোসেন সুমন ব্যুরো চিফ ইউরোপ : ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশী বংশ্বো ভূত কিশোরগঞ্জ জেলার ভেনিস বাংলা স্কুলের ক্রীড়া সম্পাদক আফাই আলী ভেনিসের ম্যাস্রে কার্পেনেদো হতে পার্তিত ডেমোক্রেটিক পার্টি হতে মনোনয়ন নিয়ে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ । গতকাল সন্ধ্যায় স্কুল হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিটওর নেতৃবৃন্দ ও শিক্ষিকা বৃন্দ । সে সময় আফাই আলী অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন , ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সরোয়ার, এম ডি আক্তার উদ্দিন, নাসির উদ্দীন পান্না, সোহেলা আক্তার বিপ্লবী, আসিক পল্স,শহিদুল ইসলাম সুজন, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, নুরে আলম, রিয়াজুল ইসলাম, আব্দুল রউফ ও মেহেরুন নেছা মলি প্রমূখ। পরিশেষে আফাই আলী কে মিষ্টি মুখ করানো হয় ।
Please follow and like us:
20 20