আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:১১
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালিতে ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে । ইতালির রাজধানী রোম , মিলান, জোনোভা, মনফালকুনে , নাপোলী , ভেনিস , ত্রেভিজো, পাদোভা, আনকোনা সহ বিভিন্ন শহরে মসজিদের পাশাপাশি খোলা মাঠে ও পার্কে ঈদের জামাতের আয়োজন করা হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান রোমের পিয়াচ্ছা ভিওোরিও তে ঈদের তৃতীয় জামাতে অংশনেন সকাল পোনে ৮ টায়। ভেনিসের মেস্রে ও মারঘেরায় একাধিক জামাত অনুষ্ঠিত হয় । মেস্রের পার্কো পিরাগেত্ব তে জোবান্নি পের ওমেনিতার আয়োজনে ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসুল্লি নারী , পুরুস ও শিশুরা অংশ গ্রহন করেন । সকাল ৮ টার জামাতে। নামাজ শেষে বিশ্ব মুসলিমের শান্তি কামনায় দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লীরা নির্দিষ্ট স্হানে পশু কোরবানি দিতে খামারে চলে যান। তবে ইতালিতে ছুটির দিন ঈদের নামাজ আদায় করার কারনে মুসলমান নারী পুরুষের ঢল নামে ঈদের জামাত গুলোতে
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |