আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৪
জাকির হোসেন সুমন , ব্যুারো চিফ ইউরোপ :
ইতালির ত্রেভি জো শহরে বাংলাদেশী সবজি চাষ করে সফল ইসমাইল মিয়া । বাসার পাশে পরিত্যক্ত স্হানে গরে তুলেছেন কৃষি খামার। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ইসমাইল মিয়া ইতালির ত্রেভিজো শহরের সিলিএয়া তে স্ব পরিবারে বসবাস করছেন প্রায় ১৮ বছর। বাসার পাশেই পরে থাকা পরিত্যক্ত জায়গাটি তার নজরে আসে । বাসার মালিকের সাথে কথা বলে প্রায় এক যুগ আগে স্বল্প পরিসরে বাংলাদেশ হতে বিজ এনে সবজি চাষ শুরু করেন।
প্রথম দিকে সল্প পরিসরে শুরু করলেও এখন বর্তমানে চাষ করা জমির পরিধি কিছুটা বারিয়েছেন। সংসারের কাজ শেষ করে অবসর সময়টা সবজি খেতে সময় দিচ্ছেন ইসমাইল মিয়া ও তার স্ত্রী সার ও কীটনাশক ছারা টাটকা সবজি নিজেদের চাহিদা পূরন করে বন্ধুদের ও প্রতিবেশীদের ও বিতরন করছেন। এ বছর তারা জমিতে রোপন করেছেন , টমেটো, লাউ , কুমড়া , সিম, মরিচ , ঢেড়োস , করোল্লা, চিচিঙ্গা , ধনেপাতা , বেগুন , লালসাক সহ বিভিন্ন সবজি। ইসমাইল মিয়া জানান বাংলাদেশী যারা ইতালিতে বসবাস করছেন , তারা যদি বাসার পাশে পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করেন তাতে করে সেই পরিবার ও আশে পাশের মানুষ দের ভেজাল মুক্ত টাটকা সবজি পরিবেশন করা সম্ভব ।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |