জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশীরা পালন করলো বৈশাখী মেলা , ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান । ভেনিসের মারঘেরায় পার্কে আয়োজিত এই মেলায় হাজারো বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়। বাংগালী এ উৎসবে যোগদেন অনেক ইতালিয়ান নাগরিক । মেলায় বাংলা মিউজিক স্কুল ভেনিস , ভেনিস বাংলা স্কুল ও মুক্তির আলো এসোসিয়েশন এর পরিচালনায় আজাদ খানের সভাপতিত্বে মেলার উদ্ভোধন করেন মারঘেরা সিটি কর্পোরেশনের সহ সভাপতি মাসিমিলিয়ানো স্কার্পা । ভেনিস বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ভেনিস বাংলা স্কুলের সাধারন সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী ও বিশিষ্ট ব্যাবসায়ী ও বাংলা মিউজিক স্কুল ভেনিসের উপদেষ্টা শাইখ আহমেদ । মেলায় দেশীয় সাজে ফুটে ওঠে বাংগালী ঐতিহ্য । বাহারি সাজে নারী পুরুষ ও শিশুরা ফিরে যায় দেশীয় সংস্কৃতিতে। মেলায় স্টল গুলোতে হরেক রকমের দেশীয় পন্য নিয়ে বসে ব্যবসায়ীরা। অনেকেই হাতে ও গালে চিত্রকর্ম আকতে দেখা যায়। বাংলাদেশীদের পাশাপাশি ইতালিয়ানতের আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়। ভেনিস ও আশেপাশের শহর হতে বহু বাংলাদেশী জরো হয় মারঘেরার পার্কে। বিকেল ৫ টা হতে শুরু হওয়া মেলা শেষ হয় রাত ১০ টার দিকে। বৈশাখী মেলা উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। গান, নাচে মেতে উঠে উপস্থিত সকলে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইতালির বিভিন্ন শহর হতে ও ইংল্যান্ড হতে আগত শিল্পীবৃন্দ। সে সময় ভেনিসের সামাজিক, সাংস্কৃতিক , রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।