আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৪
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির জেনোভা শহরে সেস্ত্রি পনেন্তে মুসলিম কমিউনিটির মসজিদের হলরুমে ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান করেন। মিলন কনস্যুলেট জেনারেল এম জে এইচ জাবেদ এর নেতৃত্বে কনসাল তাইজুল ইসলাম এবং সাব্বির আহমেদ সহ আট সদস্যের একটি টিম জেনোভা শহরে ভ্রাম্যমান কনস্যুলার সার্ভিসে জেনোভা ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী কনস্যুলার সেবা প্রদান করে থাকেন। দুইদিনে প্রায় ১ হাজার প্রবাসীদের কনস্যুলার সেবা দিয়ে থাকেন। পাসপোর্ট নবায়ন , ফ্যামিলি সার্টিফিকেট , ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ সার্টিফিকেট , নো ভিসা , জন্ম নিবন্ধন ডকুমেন্ট ডেলিভারি সহ সকল ধরনের কনস্যুলার সেবা প্রদান করে থাকেন । সে সময় সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিম দেওয়ান, রহমান দেওয়ান, ইমরান হোসেন, আব্দুর রাজ্জাক , মান্নান , সাইফুল ইসলাম কুদ্দুস সহ স্হানীয়দের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে কনস্যুলার সেবা প্রদান করা হয়। জেনোভাতে কনস্যুলার সার্ভিস এর পাশাপাশি ফিনকান্তিয়ারি ভিজিট করে মিলন কনসাল জেনারেল । এ সময় উপস্থিত ছিলেন ফিনকান্তিয়ারি ঊর্ধ্বতম কর্মকর্তা সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আলোচনায় বসেন ড: ফ্রাস্কো রোজি ডিরেক্টরে এইচআর, ইঞ্জিনিয়ার ফ্যাবিও ফুসকো কাপুকান্তরে প্রোডাকশনাল প্রধান ও দিয়েগো ডালজোটো RSU সমন্বয়কারী ফিনকান্তিয়ারি সেস্ত্রি পনেন্তে,আরো উপস্থিত ছিলেন জেনোভা কমোনির প্রেসিডেন্ট ক্রিস্তিনাপুছি ও জোনোভা র মেয়রের সেক্রেটারি ফ্যাবিও বারবিএরো সহ আরো অনেকে। এ মিটিংয়ে প্রস্তাব করা হয় দক্ষ মেধাবী এবং প্রশিক্ষণপ্রাপ্ত সকল কাজের জন্য এমপ্লয়ার নিতে পারবে ও প্রবাসীদের কর্মসংস্থান দিকনির্দেশনা মূলক আলোচনা করেন । আরও একটি মিটিংয়ে আলোচনা করেন মিলান কনসাল জেনারেল জেনোভা ডি পেরফেতুরার ডিরেক্টর রেনাতো ফ্রান্সেশেলি সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেবামূলক নানা বিষয়ে আলোচনা করে থাকেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |