আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০৩
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করে ইতালিস্হ ভিসেন্সা বিএনপি । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ,ছাত্রজনতার গনঅভ্যুত্থানে সকল শহীদদের মাগফিরাত,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ,তারুন্যের অহংকার আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের সু-সাস্থ্য এবং দেশের বন্যা দূর্গত মানুষের জন্য ভিসেন্সার স্থানীয় একটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ঈমাম দোয়া পরিচালনা করেন।
সে সময় বক্তব্য রাখেন মো: আজিজুর রহমান সভাপতি ভিসেন্সা বিএনপি ,মো: ফিরোজ খন্দকার সাধারন সম্পাদক ভিসেন্সা বিএনপি , যুবনেতা সোহান এবং সাইফুল্লাহ।
ভিসেন্সা বিএনপির উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ , মন্জুর আহমেদ জুয়েল সম্মানিত ১ম সদস্য ভিসেন্সা বিএনপি , মাসুদ মোড়ল সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ভিসেন্সা বিএনপি ,
আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন , ১ম যুগ্মসাধারণসম্পাদক ভিসেন্সা বিএনপি , নিজামুল হক সেলিম সহ-সভাপতি ভিসেন্সা বিএনপি , ইফতেখার মল্লিক সহ-সভাপতি ভিসেন্সা বিএনপি, জাকির হোসেন সহ-সভাপতি ভিসেন্সা বিএনপি , আব্দুল আলিম কোষাধ্যক্ষ ভিসেন্সা বিএনপি , রবিউল আলম স্বপন সহ-সভাপতি ভিসেন্সা বিএনপি , আহবায়ক সেচ্ছাসেবক দল ভিসেন্সা , সরদার মোঃশাকিলসহ-সভাপতি ভিসেন্সা বিএনপি এবং সদস্য সচিব সেচ্ছাসেবক দল ভিসেন্সা , মোস্তাক আহমেদ ১ম যুগ্ম আহবায়ক সেচ্ছাসেবক দল ভিসেন্সা উত্তর রাসেল পাটোয়ারী সাধারন সম্পাদক জাতীয়তাবাদী যুবদল ভিসেন্সা, তানবীর আহমেদ সন্দ্ধি সাংগঠনিক সম্পাদক যুবদল ভিসেন্সা , সম্পাদকীয় মন্ডলী থেকে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম , মহসীন সরকার, আব্দুল মতিন , লতিফ মহাম্মদ, ভিসেন্সা বিএনপি , এছাড়াও উপস্থিত ছিলেন মিলন ,ওবায়েত , বোরহান, সাইফুল্লাহ , সোহান, রিফাত, আজিজুর , মিন্টু, মামুন, স্বপন, আরিয়ান ,সানি, সোহাগ, প্রিন্স,বাপ্পি, রিমন, শাহজালাল ,রবিন,জিয়া ,আজিজ, বখতিয়ার , ইরফান, আরমান, ইমন , লিমন, ইফান, ইব্রাহিম, সুমন, জিললু , নুরু মহসিন , বেলটু , ফেরদৌস , রাসেল , কাইয়ুম , দরিস , মাহমুদ, রশিদ, মাহমুদ প্রমূখ। দোয়া ও মিলাদ মাহফিলে প্রায় তিন শতাধিক নেতা কর্মী অংশ নেন। এছাড়াও ভিসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |