আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:১১
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ- ইতালির ভেনিস ও আসপাশের শহরের প্রবাসী বাংলাদেশীদের কনস্যাুলেট সেবা সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে ।
ইতালির ভেনিস শহরে বসবাস করছে প্রায় ২২ হাজার বাংলাদেশী । অফিস সময়ে কাজ থাকায় অনেকেই তাদের পাসপোর্ট রি-নিউ , পারিবারিক সনদ সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজ করাতে সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন সমস্যার কারনে ভেনিসে দীর্ঘদিন কনস্যাুলেট সেবা হতে বঞ্চিত ছিলেন ভেনিস ও আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশীরা।
ভেনিস কমিনিটিতে বাংলাদেশীরা কয়েকটি ভাগে বিভক্ত থাকায় বিগত সময়ে কনস্যাুলেট সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশীরা হয়রানির শিকার হন, সে সময় ইতালির ভেনিস প্রশাসন সার্ভিস বন্ধ করে দেন। তবে এ বছর বাংলাদেশীদের সার্থে ভেনিস কমিটির নেতৃবৃন্দ একত্রিত হয়ে কনস্যাুলেট জেনারেলের সাথে দেখা করে দুই দিনের কনস্যাুলেট সেবার ব্যাবস্হা করেন। দীর্ঘ ৭/৮ বছর পর সুশৃঙ্খল ভাবে ও সঠিক সেবা পেয়ে প্রবাসী বাংলাদেশীরা সন্তোষ প্রকাশ করেন।
ভেনিসের মেস্রে এলাকার একটি বড় হল রুমে আয়োজন করা হয় মিলান কনসুলেট অফিসের কনস্যাুলেট সেবা। দীর্ঘ সময় লাইন ধরে সুশৃঙ্খল ভাবে সেবা কার্যক্রম টি পরিচালনা করতে পেরে সেচ্ছাসেবক রাও খুশি।
ইতালির ভেনিস, পাদোভা, মনফালকনে , ত্রেভিজো সহ বেশ কয়েকটি শহরের প্রায় ২ হাজার প্রবাসী বাংলাদেশী অতিরিক্ত টাকা না দিয়ে কনস্যাুলেট সেবা গ্রহন করে খুশি সকলে। তা ছাড়া সঠিক সেবা দিতে পারায় সকলে নিয়ম মেনে সহযোগিতা করার জন্য আয়োজক ও সেচ্ছা সেবকরা সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভেনিস ও আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশীদের মাঝে পূনরায় এমন শৃঙ্খলা মেনে বছরে অন্তত ৩ থেকে ৪ বার কনস্যাুলেট সেবা প্রদানের জন্য মিলানো কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর কাছে অনুরোধ জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |