আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৪
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :-বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে জলকন্যা খ্যাত ইতালির ভেনিসে অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী,সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় সময় বিকালে মারগেরা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত এবং স্থানীয় বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দিন।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও ইতালির জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানে আয়েবাপিসির সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আয়েবাপিসির উপদেষ্টা সৈয়দ কামরুল সারোয়ার ,ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমদ,নির্বাহী সদস্য জহিরুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,সংগঠনের মহিলা সম্পাদক নাজনীন আখতার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীলতার সাথে কাজ করাই সাংবাদিককের স্বাধীনতা। প্রবাসী সাংবাদিকরা দেশ ও প্রবাসের একটি যোগসূত্র স্থাপন করেছেন। সঠিক তথ্যের পেছনে ছুটছেন। প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ বেদনার কথা বলছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির কথাও বলছেন। দেশের উন্নয়নে স্বাধীনতার পক্ষে সকলের সহযোগিতায় সাংবাদিকদের ক্ষুরধার লেখণীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে ।অনুষ্টানে প্রবাসে বাংলাদেশীদের বিভিন্ন কল্যানে অবদানের জন্য পনেরোজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মানিত ব্যক্তিরা হলেন, মুক্তিযোদ্ধে মাহবুবুর রহমান, খালেদ মুহিউদ্দীন ও পলাশ রহমান, স্থাপত্য কলাকৌশলে রিতু মিয়া,চিকিৎসা শাস্ত্রে ডাক্তার রাসেল মিয়া,শিক্ষায় ক্ষেত্রে ভেনিস বাংলা স্কুল,শ্রেষ্ঠ সংগঠক মনিরুজ্জামান মনির, ওয়ার্ড কমিশনার আফাই আলী, চলচ্চিত্র নির্মাতায় কাজী টিপু,গ্রাফিক্স ডিজাইনে আমিনুল হাজারী,ব্যবসায় এম ডি ফরিদুল ইসলাম আনছি, সোলেমান হোসাইন ও আবুল কালাম আজাদ এবং আয়েবাপিসির কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সভাপতি হাবিবুর রহমান হেলাল এবং সাধারণ সম্পাদক এস কে এমডি জাকির হোসেন সুমন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সোহেলা আক্তার বিপ্লবীর সরস উপস্থাপনায় এতে ইতালির বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা নৃত্য ও গান পরিবেশেন করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |