আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৮
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : শীত মৌসুম শেষ হবার সাথে সাথে ইতালির পর্যটন নগরী জলকন্যা খ্যাত ভেনিসে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে । বিশ্বের বিভিন্ন দেশ হতে আসা পর্যটকদের পাশাপাশি ইতালির বিভিন্ন শহর হতে ঘুরতে আসেন পর্যটকরা । ভেনিসের অপরুপ সৌন্দর্য দেখতে আসেন প্রবাসী বাংলাদেশীরাও। পানির উপরে নির্মিত ইমারত ও বিভিন্ন দীপে গড়ে ওঠা ভাস্কর্য , নৌকায় ও বোটে করে অপরুপ সৌন্দর্য দেখতে বনভোজনে আসেন অনেকে। তাইতো বোলজানোর মেরানো হতে এক দল বাংলাদেশী বনভোজনে চলে আসেন ভেনিস দর্শনে। মেস্রে র একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার শেষে ভেনিসের সৌন্দর্য দেখতে বেরিয়ে পরেন সকলে। পিয়াচ্ছা লে রোমা, রিয়ালতো, পিয়াচ্ছা সান মার্কো , জার্দিনো সহ বিভিন্ন স্হান ঘুরে দেখেন সকলে। বনভোজনে আসা নারী, পুরুষ ও শিশুরা আনন্দে মেতে উঠেন ভেনিসের সৌন্দর্য দেখে। দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত চলে সকলের ভেনিস দর্শন ও আনন্দ । সে সময় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মহসিন সরকার. আনোয়ার হোসেন. নাহিদ আহমেদ. আব্দুল কাদের. কবি র হোসেন. স্বপন আজিজ. মোঃ রতন সহ অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশী ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |