- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- ইতালির ভেনিসে মুসা মিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত
ইতালির ভেনিসে মুসা মিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত
প্রকাশ: ৪ অক্টোবর, ২০২০ ৬:২৮ অপরাহ্ণ
জাকির হোসেন সুমন ‘ ব্যুরো চিফ ইউরোপ : ইতালির ভেনিসে বসবাসরত ভৈরব পরিষদ ভেনিসের উপদেষ্টা মোহাম্মদ মুসা মিয়া গত ২৭ শে সেপ্টেম্বর রাত প্রায় আড়াই টার দিকে স্ট্রোক করে মৃত্যু বরন করেন। মরহুমের মৃতদেহকে ভেবিসের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ রবিবার বাদ যোহর মুসা মিয়ার নামাজে জানাজা ভেনিসের মেস্রে পুরাতন জামে মসজিদের চত্বরে অনুষ্ঠিত হয় । সে সময় ভৈরব পরিষদ ভেনিসের কর্মকর্তা ও সদস্য ছাড়াও ইতালির ভেনিসে বসবাসরত বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন । মৃত্যু কালে মুসা মিয়া স্ত্রী , ১ ছেলে , ১ মেয়ে সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। মুসা মিয়ার মৃত্যুতে ইতালির বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ গণযোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের মৃতদেহকে আগামি ৮ ই অক্টোবর তুর্কী এয়ারলাইনস যোগে দাফনের জন্য নিজ জন্ম স্হান কিশোরগঞ্জ জেলার ভৈরবে নিয়ে যাওয়া হবে বলে জানান ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি কাজী রোনাক সহ অন্যান্ন নেত্রী বৃন্দ ।
Please follow and like us:
20 20