আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৩
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :- ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভেনিস যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ভেনিসের মেসত্রে ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত আলোচনা সভায় ভেনিস যুবদল সভাপতি মো: আকবর খান এর সভাপতিত্বে , সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা , ভেনিস বিএনপির ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর । পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । আলোচনা সভায় দেশে নিহত যুবদল নেতা কর্মীদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ও ৭ ই নভেম্বর সিপাহি বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান এর বন্দী দশা থেকে মুক্ত হবার ঘটনা তুলে ধরা হয়। স্বৈরাচার নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক এই স্লোগান কে সামনে রেখে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম , ভেনিস বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফান মিয়া মাস্টার , সহ সভাপতি আবুল বাশার সরদার , চেখ আব্দুল জলিল , তৌফিকুজ্জামান , আনোয়ার হুসাইন , ইউনুস আলী , সেলিম আহমদ , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম , সুমন চৌকিদার , সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরদার , প্রধন বক্তা হিসেবে ভিডিও কলে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক শরিফ মৃধা , বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু নাসির , জসিম উদ্দিন , বিএনপি নেতা আবুল কাশেম , পাদোভা যুবদলের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী , ভেনিস যুবদলের সহ সভাপতি মিন্টু বেপারী , কাজল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ , সাদ্দাম হুসেইন , নাসির উদ্দীন , যুবদল নেতা মাসুদ রানা , রাসেল রানা , মোহাম্মদ শাহীন প্রমূখ । বক্তারা আরো বলেন, আমরা প্রবাসে থাকি, কিন্তু আমাদের দেশ আজ চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। দেশে আইনের শাসন নেই , হত্যা, গুম, নির্যাতন, অর্থ লোপাট, ও জনগণের ভোটের অধিকার হনন করে আওয়ামীলীগ স্বৈরশাসক হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। এই অবস্হা থেকে দেশবাসীকে মুক্তি পেতে দেশরত্ন তারেক রহমানের নেতৃত্বে আমরা ভেনিস বিএনপি ও যুবদল কাজ করে যাচ্ছি। যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যারা আওয়ামীলীগ সরকার দ্বারা নির্যাতিত তাদের পাশে থেকে তারেক রহমানের নির্দেশনা মেনে প্রবাসের মাটি থেকে আমরা আর্থিক ভাবে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে কাজ শুরু করেছি। নেতৃবৃন্দ বলেন দুর্নীতিবাজ, ভোট চোর, অর্থ লোপাট কারী , গনতন্ত্র হত্যাকারী আওয়ামীলীগ সরকারকে এবাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে দেশরত্ন তারেক রহমান ও দলের নেতৃবৃন্দ কাজ করে চলেছেন। আলোচনা শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |