আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:১০
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ ঃ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ইতালির ভেনিসে এই প্রথম বারের মতো হয়ে গেলো মাস ব্যাপী বাংলা ও ইতালিয়ান চলচিত্র প্রদর্শন। ব্যাতিক্রমি এ আয়োজন। দেশে বা বিদেশে , অনেকটাই হারিয়ে যেতে বসেছে আমাদের বাংলা চলচিত্র । মান সম্মত সিনেমা প্রদর্শন করে দর্শকদের বাংলা সিনেমার প্রতি আকর্ষণ বারাতে ইতালির ভেনিসে আয়োজন করা হয় প্রথম বারের মতো বাংলা ও ইতালিয়ান চলচ্চিত্র প্রদর্শনী । ভেনিসের মেসত্রে এম ৯ ( নাইন ) মিউজিয়ামে চলে সিনেমা প্রদর্শন । পারস্পরিক সম্প্রতি এবং সৌহার্দ্যের অটুট সেতু বন্ধনের লক্ষ্যে ভেনিস বাংলা স্কুলের সহযোগিতায় একতারা ইন্টারন্যাশনাল ও ম্যাড স্যুটকেসের যৌথ উদ্যােগে আয়োজন করা হয় চলচিত্র উৎসব। ভেনিস প্রবাসী বাংলাদেশী ও ইতালিয়ান রা দারুন উৎসাহ নিয়ে মাস ব্যাপী এ চলচিত্র উৎসবে প্রতি শনিবার ১২ টি বাংলা সিনেমা ও ইতালিয়ান সিনেমা উপভোগ করেন । এই চলচিত্র উৎসবে সবচেয়ে আলোচিত ছবি ইতালিয়ান ও বাংলা ভাষায় নির্মিত অ্যান্টেনিও বেনিডেট্টো পরিচালিত সিনেমা বাংলা বেশ আলোচনায় আসে। ইতালিতে বেরে উঠা বাংলাদেশীদের সামাজিকতা , ধর্মীয় , ও বিভিন্ন প্রতিবন্ধকতা উঠে আসে সিনেমাটিতে । তুলে ধরা হয় দুই দেশের সংস্কৃতি ও আচার আচরন। এছাড়া ও কাজী টিপু পরিচালিত ২০১৬ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত বাংলা ছবি এট্টিন প্লাস ( ১৮ +) প্রদর্শন করা হয় এ প্রদর্শনী তে। তবে প্রবাসী বাংলাদেশী দর্শকরা মনে করেন সামাজিক , মানসম্মত ও শিক্ষা মূলক সিনেমা নির্মাণ করা হলে বাংলা চলচ্চিত্রের প্রান ফিরে পাবে ও দর্শকের উপস্থিতি বৃদ্ধি পাবে সিনেমা হল গুলোতে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |