আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১২
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :-ইতালির ভেনিসে হয়ে গেলো ৪ টি স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন । এই নির্বাচনে দুই জন বাংলাদেশী সদস্য পদে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। ৪ টি স্কুলে প্রায় ৮ শত ভোটার রয়েছে। শিক্ষার্থীর বাবা ও মা মোট দুই টি করে ভোট প্রদান করেন এই নির্বাচনে । গত রবিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বেলা ১২ টা পর্যন্ত। সোমবার সকাল ৮ টা হতে দুপুর দের টা পর্যন্ত চলে ভোট গ্রহণ । এই নির্বাচনে দুই বাংলাদেশী প্রার্থী হওয়ায় ভোট কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে উৎসবের আমেজ । বাংলাদেশী ভোটার রা তাদের পছন্দের প্রার্থী কে জয়ী করতে স্ব স্ত্রীক ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেছে। ভোট শুরুর প্রথম দিকে দুই প্রার্থী শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ মেস্রে চেজার চাও জুলিও মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। গত মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জন নির্বাচিত হন । ভোটে বাংলাদেশী প্রার্থী শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন । এই বিজয়ে খুশি ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ।
এদিকে বিজয়ী দুই প্রার্থী কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ । সন্ধ্যায় স্কুল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দুই প্রার্থী কে ফুলের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করানো হয়। সে সময় স্কুল কতৃপক্ষ ছাড়াও দুই প্রার্থীর পরিবারের লোকজন ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন । তাদের এই বিজয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই জনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |