আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪০
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : ইতালির মিলানের মুডেক কালচারাল মিউজিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল গবেষক, লেখক, সাংবাদিক, দার্শনিক, প্রফেসর দেমর নিয়ে এক পর্যালোচনামূলক অনুষ্ঠান।
মিলানো ইউনিভার্সিটি দেইলি স্টুডি )র ইংলিশ প্রফেসর নিকোলেত্বা ভাল্লোরিনি র সঞ্চালনায় মুডেক এ দেল উফিচো রেতি কোপেরাছিয়নে কুলোতুরালে দেল কমুনে দেল মিলানো চিতা মন্দ বুকছিতি র আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাংবাদিক এবং ইনটারন্যাশনাল বুক ফেয়ার ফেস্টিভ্যাল তরিনো র সমন্য়কারী দানিয়েলা ফিনক্কি , তাহমিনা ইয়াসমিন শশী
ইনটারন্যাশনাল বুক ফেয়ার ফেস্টিভ্যাল তরিনো থেকে ৩বার পুরস্কার প্রাপ্ত লেখিকা।
(আদেছ তেছফেরিয়াম লেখক এবং নৃতত্ত্ব গবেষক
মারিয়ে মজে লেখক এবং দার্শনিক।
পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন জেপ্পিনো মাতারেচ্ছি , কাজী টিপু চলচ্চিত্র নির্মাতা সহ আরো অনেকে।
অনুষ্ঠানের নাম দেয়া হয়েছিল narrazione femminile. তাহমিনা ইয়াসমিন শশী র ২০২০ গল্প ভুলনেরাবিলে লিখাটি নির্বাচন করা হয়েছে যে লিখাটি ৩য় স্হান দখল করেছিল চলতি বছরের ১৩ ই মে।
যে গল্পটি ছিল সিরিয়া থেকে আসা এক শ্মরনারথী ভদ্রমহিলা কে নিয়ে। মহিলার সাহসিকতার কথা যুদ্ধের কথা তুলে ধরা হয়েছিল যা কি না হাজারো নির্যাতিত নিপীড়িত মহিলাদের অনুপ্রেরণা যোগাবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |