আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৮
কুষ্টিয়া : জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, দেশ করোনা, ধর্ষণ, দুর্নীতি ও লুটপাটে বিপর্যস্ত হয়ে পড়েছে।
রোববার সকালে তিনি ভেড়ামারা বাহাদুরপুর ও জুনিয়াদহ সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল হাফিজ তপন, জাসদ নেতা বছির উদ্দিন বাচ্চু ও মোকারিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বেনুসহ সরকারি কর্মকর্তারা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |