আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ-নির্মানাধীন ভবন থেকে পড়ে মৃত্যু বরন করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নির্মান শ্রমিক। ঐ শ্রমিক মোঃ মনিরুল ইসলাম (২৫)। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রমাসন অনুষদ ভবনের নির্মানাধীন পঞ্চম তলার মেঝে থেকে পড়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। নিহত শ্রমিকের বাড়ি কুষ্টিয়ার হরিণারায়নপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামে,। তিনি ঐ গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে। নিহতের দুই বছরের ছোট সন্তান আছে বলে জানা গেছে। সোমবার সকাল দশটার দিকে ব্যবসায় প্রমাসন অনুষদ ভবনের পঞ্চম তলায় তিনি কাজ করছিলেন। নির্মানাধীন এ ছয়তলা ভবনের পঞ্চম তলার দক্ষিণ-পশ্চিম কর্ণারে তিনি পাইপের কাজে ব্যাস্ত ছিলেন। এমন সময় হঠাৎ করে পা ফসকে ভবনের একদম নিচে পড়ে যান তিনি। সাথে সাথে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মাথার ফিনকি দিয়ে অনবরত রক্ত ঝরছিল। এ সময় কয়েকটি দাঁত ও হাত-পা ভেঙে পড়ে থাকতে দেখা যায় তার। বিশ্ববিদ্যালয়ের প্রদান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল জানান, বেখেয়ালী হয়ে ঐ শ্রমিক কাজ করছিল হয়তো। তা না হলে পঞ্চম তলার মেঝে থেকে কিভাবে পড়েন তিনি? তিনি তো খোলা ছাদের উপর ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। মারাত্বক আঘাতের দরুণ ঘটনাস্থলেই ঐ শ্রমিকের মুত্যু হয়। লাশ আমরা ইবি থানায় পাঠিয়েছি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |