আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:০৭
ডেস্কঃ- ম্যাচ শুরুর আগে একটি টেলিভিশনে সাবেক কোচ গোরান এরিকসন বলেছিলেন, ইরানের বিপক্ষে ম্যাচটাই গ্রুপে ইংল্যান্ডের জন্য সবচেয়ে কঠিন হবে। ইরানের রক্ষণ ভাঙতে কষ্ট হবে ইংলিশদের। দুটি বিশ্বকাপে ইংল্যান্ডকে কোচিং করানো এরিকসনের অনুমান কেইন-স্টার্লিং-বেলিংহাম-সাকারা ভুল প্রমাণ করে দিলেন ম্যাচের বিরতির আগেই। রক্ষণ ভাঙতে কষ্ট হওয়া দূরের কথা, উল্টো প্রথমার্ধেই ইরানের জালে ৩ গোল দিয়ে দিলো ইংল্যান্ড। বিরতির পর আরো ৩টি! গতকাল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ পর্যন্ত ইংল্যান্ড ম্যাচটা জিতে নেয় ৬-২ গোলে। বড় টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার পাঁচ বা এর বেশি গোল করলো ইংল্যান্ড। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে পানামাকে একই ব্যবধানে হারিয়েছিল তারা। গতকাল ‘বি’ গ্রুপের ম্যাচে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হয় ইরান। ইতিহাস গড়া ম্যাচে অষ্টম মিনিটে ডান দিক থেকে ডি-বক্সে দারুণ ক্রস বাড়ান হ্যারি কেইন। এগিয়ে এসে বিপদমুক্ত করার সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের।
অনেকটা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু বেশিক্ষণ পারেননি। একটু পরই শুয়ে পড়েন মাঠে। স্ট্রেচারে করে তাকে নেওয়া হয় মাঠের বাইরে। আলিরেজার বদলি নামেন সাইয়েদ হোসেইন হোসেইনি। এমনিতেই রাজনৈতিক বৈরিতা থাকায় দুই দেশের মধ্যে এই ম্যাচটা হয়ে উঠেছিল বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এর মধ্যে ইংল্যান্ড আবার ম্যাচের আগে বিতর্ক উসকে দেয় ফিফার নির্দিষ্ট করে দেওয়া অধিনায়কের আর্মব্যান্ড পরে খেলতে অস্বীকৃতি জানিয়ে। সমকামী-বিদ্বেষ ও বিদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে কাতারের সমালোচনায় মুখর দলটির অধিনায়ক ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে মাঠে নামতে চেয়েছিলেন। যদিও ম্যাচের আগে ঘোষণা দিয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইংল্যান্ড। ফিফার নির্দিষ্ট আর্মব্যান্ড পরেই খেলতে নামেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।
অপরদিকে ইরানের খেলোয়াড়েরা আবার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের দেশের চলমান সরকার বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকবেন। গত সেপ্টেম্বর থেকেই ইরানে হিজাববিরোধী প্রতিবাদ চলছে, যে প্রতিবাদে অংশ নিতে গিয়ে দেশটির পুলিশের হাতে শতাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। বিশ্বকাপে অংশ নিতে আসা খেলোয়াড়েরা সেই আন্দোলনে কাল সমর্থন জানিয়েছেন ম্যাচের আগে নিজেদের জাতীয় সংগীত না গেয়ে। ম্যাচটি লাইভ সম্প্রচার করছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। জাতীয় সঙ্গীত বাজানোর সময় ইরানিয়ান খেলোয়াড়দের দাঁড়িয়ে থাকার অংশ তারা সেন্সর করে দেয়। মাঠের খেলায় অবশ্য এতটা শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি ইরান। উল্টো ৩৫ মিনিটে গোলের তালা খোলার পর শেষ বাঁশির আগ পর্যন্ত গোল উৎসব করে ইংল্যান্ড। এই উৎসবে জোড়া গোল বুকায়ো সাকার। একটি করে গোল করেছেন বেলিংহাম, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ড ও জ্যাক গ্রিলিশ। অন্যদিকে ইরানের হয়ে দুটো গোল শোধ দেন মেহদি তারেমি। লুক শ’র ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম। ম্যাচের ৪৩তম মিনিটে আবারো গোল ইংল্যান্ডের। এবার বল জালে জড়ান সাকা। বিরতিতে যাওয়ার আগেই তৃতীয় গোল পেয়ে যায় ইংলিশরা, এবার স্কোরার স্টার্লিং। বিরতি থেকে ঘুরে এসে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল ইরান। ৬৫ মিনিটে তারেমির চমৎকার গোলে খলিফা স্টেডিয়ামে আনন্দের ঢেউ তোলে ইরানের সমর্থকরা। কিন্তু বদলি হিসেবে মাঠে নেমেই মার্কাস রাশফোর্ড চমক দেখালে ম্যাচ থেকে ছিটকে যায় ইরান। এই ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের বিশ্বকাপে গোল পেতে এক মিনিটও অপেক্ষা করতে হয়নি। বদলি হয়ে মাঠে নেমে ৭১ মিনিটে করেন লক্ষ্যভেদ। তারই সঙ্গে বদলি হয়ে মাঠে নামা গ্রিলিশও করেছেন গোল উদযাপন। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে স্কোরবোর্ডে নাম তোলেন ম্যানচেস্টার সিটি তারকা। শেষে ইরান আরো এক গোল করে শুধু হারের ব্যবধানই কমিয়েছে। আর ৬-২ গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড জানান দিলো, বিশ্বচ্যাম্পিয়ন হতেই কাতার এসেছে তারা! নিজেদের পরের ম্যাচে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। একই দিন ওয়েলসের মুখোমুখি হবে ইরান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |