আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৮
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দিন মোহাম্মদ তারেক এর অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে ইবি ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি হায়দার আলী,সাধারণ সম্পাদক রেজাউল করিম খাঁন, আনিসুর রহমান বিকাশ,তবিবুর রহমান তোতা, সরাফত রহমান ফটকা সুরুজ খাঁনসহ ঝিনাইদহ ও কুষ্টিয়ার আ লিক ঠিকাদারবৃন্দ। এসময় বক্তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুন্সী তারেকের যোগসাজশে অনৈতিক লেনদেনের চুক্তি করে বিগত মেগা প্রজেক্টের ন্যায় সকল কাজ বাহিরের ঠিকাদারি প্রতিষ্ঠানকে রেট দিয়ে (৯.৯৯৯%) পাইয়ে দেওয়া হয়েছে। ঘুষের বিনিময়ে কাজ পাইয়ে দিয়ে নিম্নমানের কাজ চলার ফলে মেগা প্রজেক্টের কাজ মুখ থবড়ে পড়েছে, তদ্রপ আসবাবপত্রের কাজও বাইরের ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। বক্তারা আরো বলেন, বর্তমানে ইবিতে নিবন্ধিত ঠিকাদারদের কাজ না দিয়ে টাকার বিনিময়ে বাহিরের ঠিকাদারদের কাজ দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে ইবিতে নিবন্ধিত ঠিকাদারদের কাজ দেওয়ার আহবান জানান।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |