আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৫
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-ঈদকে সামনে রেখে জমে উঠেছে জয়পুরহাটের কোরবানীর পশুর হাট। জেলার সবচেয়ে বড় পশুর হাট বসেছে শহরের সিমেন্ট ফ্যাক্টরী মাঠে। হাটে অনেককেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। সীমান্তবর্তী জেলা হলেও এ জেলার কোরবানীর হাটে একে বারেই নেই ভারতীয় গরু। শেষ মূহূর্তে জয়পুরহাটে কোরবানীর পশুর বাজার জমে উঠলেও দাম কমে যাওয়ায় খামারী এবং বিক্রেতা হতাশ। ক্রেতাদের কাছে দেশি গরুর চাহিদা বেশি। গত বছরের তুলনায় এবার কমদামে গরু কিনতে পারায় ক্রেতারাও বেশ খুশি।
সীমান্তবর্তী জয়পুরহাট জেলায় প্রতি বছর ভারত থেকে প্রচুর গরু আমদানী হলেও এবারের চিত্র ঠিক বিপরীত। দেশি খামারীরা হাজার হাজার গরু খামারে লালন পালন করে একটু বাড়তি লাভের আশায়। কিন্তু চাহিদা মত বাজারে গরুর দাম না পাওয়ায় তারা হতাশ।
এবছর কোরবানী হাটে গরুর দাম কম হওয়ায় ক্রেতারা বেশ খুশি। দেখে-শুনে পছন্দমত গরু কিনতে পারছে তারা।
এদিকে ঢাকা, ফেনী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক গরু ব্যবসায়ীর আগমন ঘটেছে জয়পুরহাটের কোরবানীর হাটে। দাম কম পাওয়ায় গরু কিনে ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে তারা।
হাট ইজারাদার জানালেন, কোরবানী হাটে গরুর বাজার জমজমাট হলেও এবার করোনার কারণে তেমন বেচাকেনা হচ্ছে না। আর এ কারণে আমারা যা আশা করছিলাম ততটা লাভবান হতে পারছিনা।
জয়পুরহাটে কোরবানী পশুরহাট প্রতি বছর জমজমাট হয়ে বেচাকেনা ভাল হলেও এবার মহামারী করোনার কারণে দেখা দিয়েছে মন্দা ভাব। তাই দেশীয় খামারীরা গরু বিক্রি করে তাদের আশানুরুপ লাভ পাচ্ছেনা।তাই এবার পশু আমদানী বেশী হলেও বেচাকেনা একটু কম।
ভারত সীমান্ত ঘেষা জয়পুরহাট জেলা হওয়ায় প্রতিবছর এখানকার কোরবানীর হাট গুলোতে ভারত থেকে আসতো লাখ লাখ গরু। তবে এবারে এ জেলার পশুর হাটে তেমন কোনই ভারতীয় গরু নেই। জয়পুরহাটের কোরবানীর হাট গুলোতে এখন লাখ লাখ দেশীয় গরু। বর্তমানে হাট জমে উঠলেও করো মহামারীর কারনে দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ীরা একটু কম আসায় কম হচ্ছে বেচাকেনা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |