আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৬
বিডি দিনকাল ডেস্ক:- ঈদের আগে শ্রমিকদের জুন মাসের বেতন, ওভারটাইম ও পূর্ণ বোনাস প্রদানের দাবি জানিয়েছে সম্মিলিত সংগ্রাম পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ও মহাসচিব আনোয়ার হোসেন।
আজ (মঙ্গলবার) সম্মিলিত সংগ্রাম পরিষদের দফতর সম্পাদক শরিফুল ইসলাম কর্তৃক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘প্রতি বছর শিল্প এলাকাগুলোতে ঈদের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। মূলত মালিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানার কারণে এ পরিস্থিতি তৈরি হয়। অনেক মালিক ঈদের একদিন আগে বেতন এবং নামমাত্র বোনাস প্রদান করেন। কেউ কেউ বোনাস না দিয়ে ২০০-৫০০ টাকা বকশিশ দেন। শেষ মুহূর্ত হওয়ায় এসব নিয়ে মালিকদের সঙ্গে শ্রমিকদের আলোচনার সুযোগ থাকে না। শ্রমিকরা ঠিকমতো কেনাকাটাও করতে পারেন না।’
নেতৃবদ্বয় অবিলম্বে পবিত্র ঈদুল আযহার বোনাস এবং জুন মাসের বেতন, ওভার টাইম ও পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |