আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১৮
মনির হোসেন জীবন- রাজধানীর উত্তরখানে চাঁনপাড়া এলাকায় রাশেদা আক্তার (৪০) নামে এক গৃহবধূকে (প্রেমিকা) হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। তার নাম হযরত আলী (৪৮) (প্রমিক)।
ঘটনার পর মঙ্গলবার রাতে উত্তরখান থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে রাশেদা নামের ৪০ বছর বয়সি ওই নারীর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে তার অভিযুক্ত খুনি হযরত আলীকে পুলিশ গ্রেফতার করে আজ আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরখান থানার চাঁনপাড়া এলাকায় প্রেমিকা রাশেদার আক্তারের বাসায় এ খুনের ঘটনাটি ঘটে।
আজ বুধবার বিকেলে ডিএমপির উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির উত্তরখান থানা পুলিশ জানিয়েছে, নিহত নারীকে হযরত আলী স্ত্রী বলে দাবি করলেও মূলত ওই নারীর সঙ্গে তার এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী নিজের বাসা থেকে হযরতের চাঁনপাড়ার বাসায় যান। হযরত ছাপড়া ঘরের একটি কক্ষে একাই থাকতেন। হযরত ওই নারীকে বিয়ে করার কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে হযরত বিয়ে করতে রাজি না হলে দুই জনের মধ্যে কথা–কাটাকাটি এবং বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হযরত (প্রেমিক (তাকে পানের ছেঁচুনি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে ওই নারী চিৎকার দিলে হযরত মসলা বাটার পাটা দিয়ে উপর্যুপরি মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। পরবর্তীতে ঘটনাটি ওই বাসার লোকজন এবং প্রতিবেশীরা টের পেয়ে হযরতের কক্ষের সামনে অবস্থান নেন। এ সময় তিনি স্হানীয় জনতার গণপিটুনি থেকে প্রানে বাঁচতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ওই নারী প্রেমিকাকে হত্যা করার কথা জানান।
ঘটনার পর উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মজিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হযরতকে গ্রেপ্তার করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে রাশেদার মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠান।
এদিকে, আজ বুধবার উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান, নিহত নারীকে হযরত স্ত্রী বলে দাবি করেছেন। তবে, ওই নারী প্রেমিকা প্রকৃতপক্ষে আরেক জনের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হযরত আলী রাশেদাকে হত্যার কথা অকপটে স্বীকার করেছে।
ওসি আরও বলেন, হযরত আলী পুলিশের কাছে দাবি করেন, এ পর্যন্ত ওই নারী তার জমানো পৌনে তিন লাখ টাকা নিয়ে গেছেন। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় হযরত আলীর বিরুদ্ধে হত্যাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডিএমপির উত্তরখান থানায় মামলা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |