আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০২
মনির হোসেন জীবন – রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকির সাটারিং খুলতে গিয়ে ভেতরে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতরা হলেন, শ্রমিক মো: সামাদ (৫৫) ও মো: মধু মিয়া (৪২)। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর একটি চৌকস দল দ্রুত ঘটনাস্হলে পৌছেে মৃত অবস্হায় নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্বার করে উত্তরখান থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আজ রোববার দুপুরে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাজী আবুল কালাম দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার সকাল ৯ টা ৪ টার দিকে রাজধানীর উত্তরখান থানার শাহকবির মাজার রোড বাবুচিচ বাড়ির মোডে এ ঘটনাটি ঘটে। এদিকে, “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” ঢাকা জোন- ৩ এর উপ সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম জানান, আজ সকাল ৯ টা ৫ মিনিটের সময় উত্তরখান থানার শাহকবির মাজার রোড বাবুচিচ বাড়ির মোড়ে একটি নির্মাণধীন ভবনে সেফটি ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই জন শ্রমিক ভেতরে আটকা পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে উত্তরা ফায়ার স্টেশন থেকে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)কে মৃত অবস্হায় দুই শ্রমিকের মরদেহ উদ্বার করে। সফিকুল ইসলাম জানান, নিহত দুই শ্রমিকের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। পরে তাদের মরদেহ গুলো উত্তরখান থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। উত্তরখান থানার ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ গুলো ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |