আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৪
রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল কিশোরগঞ্জ জেলা থেকে উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ কামাল মিয়া ওরফে বাচ্চু মিয়া (৩০) ও এনামুল হক সরকার ওরফে দুলাল (৫২)।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, বাদী মোঃ ইমতিয়াজ খান ইমন গত ১১ নভেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ০৭.৪৫ ঘটিকার সময় উত্তরখান থানাধীন মোল্লাপাড়া দোবাদিয়া এলাকার ২৮/এ নং-বাসার গ্যারেজে নিজের মোটরসাইকেলটি রাখেন।
অতঃপর ১২ নভেম্বর ২০২৪ খ্রিঃ ভোর আনুমানিক ০৫.১৫ ঘটিকার সময় বাদীর বাবা মসজিদে নামাজ আদায় করার জন্য বাসার নিচে নেমে দেখেন বাসার মূল গেইটের তিনটি তালা ভাঙ্গা এবং তার ছেলের মোটরসাইকেলটি গ্যারেজে নেই। এ ঘটনায় গত ১২ নভেম্বর ২০২৪ খ্রি. বাদী ইমতিয়াজ খানের অভিযোগের প্রেক্ষিতে উত্তরখান থানায় একটি চুরির মামলা রুজু হয়।
থানা সূত্রে আরও জানা যায়, রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৫: ৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভৈরব থানা পুলিশের সহায়তায় কামাল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কামাল মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৩:৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে এনামুল হককে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত উত্তরখান থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা হতে গ্রিল ভেঙ্গে মোটরসাইকেল চুরি করে আসছে। তারা ঢাকাসহ বিভিন্ন জেলা হতে মোটরসাইকেল চুরি করে নিজস্ব লোক দ্বারা চোরাইকৃত মটরসাইকেল দেশের বিভিন্ন স্থানে বেচাকেনা করে।
গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ কামাল মিয়া ওরফে বাচ্চু মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় দুটি, জিএমপির গাছা থানায় একটি, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় একটি চুরির মামলা রয়েছে। অন্যদিকে গ্রেফতারকৃত এনামুল হক সরকার ওরফে দুলালের বিরুদ্ধে জিএমপির পূবাইল থানায় একটি, নেত্রকোনা জেলার সদর থানায় দুটি, নরসিংদী জেলার সদর থানার দুটি চুরি মামলা রয়েছে।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |