আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১২
শামস আরেফ :স্বাধীনতা আসলো ঘরে রক্তগঙ্গা বয়ে
পাড়ায় পাড়ায় কতো ঝরেছিলো প্রাণ
হায়েনারা কেড়েনিলো হাসি আর গান
মুক্তিযোদ্ধা লড়েছিল বড় কষ্ট সয়ে।
নয়মাসে যুদ্ধ হয়ে আসলো যে বিজয়
তার ইতিহাস জানে কি নতুন প্রাণ
তাদের মুখে শুনি হিন্দি সিনেগান
থামতে বললে হেসে বলে দেখো কী যে কয়!
ছোটো বেলায় ওদের মনে গেঁথে দাও দেশপ্রেমের চেতনা
বড় শক্ত করে সাথে সাথে দিও ধর্মপ্রদীপ
ধরায়ে খাঁটি নাগরিক হবে দেখে বুঝেনাও
পতাকা জড়ায়ে রাখবে নিজ বাহুডোরে
ইনসাফি শাসন গড়বে জুলুম সরায়ে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |