আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩১
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মিলনকে গ্রেপ্তার করেছে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনাবাহিনী।
সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উত্তরার আজমপুরের জমির আলী মার্কেটে চাঁদাবাজির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত যুবদলের এই সাবেক নেতা উত্তরার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তবে সে কোন নেতার অনুসারী হয়ে এই চাঁদাবাজি করছে কিনা এই বিষয়ে অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা বাহিনী ।চাঁদাবাজির কয়েকটি রিসিডি উদ্ধার করা হয় তার কাছ থেকে ।
এ বিষয়ে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মেজর নাশাদ বলেন, ‘যুবদলের উত্তরা পশ্চিম থানার সাবেক আহ্বায়ক মিলন আজমপুরের জমির আলী মার্কেটে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। পরে অভিযোগে ভিত্তিতে সেনাবাহিনী গিয়ে তাকে গ্রেপ্তার করে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর মিলনকে পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |