আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:২৯
এস.এম.মনির হোসেন জীবন – রাজধানীর তুরাগের কামারপাড়া (রাজাবাড়ি) এলাকায় ভাঙারির দোকান ও রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ সর্বশেষ আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো, শাহিন (২৫)। এ ঘটনায় দগ্ধ আটজনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় একে একে মারা গেলেন। দগ্ধদের মধ্যে কেউই আর বেঁচে রইলো না।
শুক্রবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্হায় মারা যায়
মো. শাহিন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আজ সকালে ডিএমপি তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মেহেদী হাসান দগ্ধ সর্ব শেষে ব্যক্তি মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, ঝিনাইদহ জেলার শৈলকূপা থানা এলাকায় তাদের গ্রামের বাড়ি। বর্তমানে তারা তুরাগ কামারপাড়া এলাকায় থাকতো।
এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস, এম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শহিনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহিন।
তুরাগের বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, তুরাগের কামারপাড়া (রাজাবাড়ি) এলাকায় রিকশা গ্যারেজের পাশে ভাঙারির ব্যবসা রয়েছে। ওই ভাঙারির দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে আগুন ধরে যায় এবং আটজন গুরুতর আহত এবং দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় একে একে মারা যান।
তুরাগ থানা পুলিশ ও নিহতের পরিবারের লোকজন
জানান, গত ৬ আগস্ট, ২০২২ পৌনে ১২ টার দিকে তুরাগের রাজাবাড়ি (কামারপাড়া) এলাকায় গাজী মাজহারুল ইসলাম গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্যারেজ মালিকসহ ৮ জন দগ্ধ হন। ঘটনার পর পুলিশ, এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে উদ্বার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় পর্যায়ক্রমে মারা যায় ৮ জন। তারা হলেন- গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. আলমগীর হেসেন আলম (২৩) ও মো. শাহিন (২৬)।
আজ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচচু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নানতন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে জরুরি বিভাগে রাখা আছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |