আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৩
এস, এম, মনির হোসেন জীবন- উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদমান ফেরসৌস সা’দ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আজ অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার ডিএমপির বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ সোমবার বিকেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসহ স্হানীয় কয়েক হাজার শিক্ষার্থী এঘটনার প্রতিবাদ ও সুষ্ট বিচারের দাবিতে আজ বিকেল ৪ টার দিকে একত্রিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আজ অবরোধ সৃষ্টি করে। এসময় উত্তরার আব্দুল্লাহপুর থেকে জসিম উদ্দিন রোড পর্যন্ত সড়ক অবরোধ করে। এসময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, নওয়াব হাবিবুল্লাহ স্কুল এ্যান্ড কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
এসময় খবর সড়ক অবরোধের পেয়ে উত্তরা পূর্ব থানার বিপুল সংখ্যক পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা রাস্তায় অবস্হান নেয় এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা এনা পরিবহনে বেশ কয়েকটি বাস আটক করে।
আন্দোলনরত উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার ও সিয়াম জানান, রোববার বিকেল ৫ টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদমান ফেরসৌস সা’দ ক্যাম্পাস থেকে রিকসা যুগে উত্তরার আব্দুল্লাহ যাচিছল। এসময় সাদ রিকসা থেকে নেমে মহাসড়প পারাপার হবার সময় বেপরোয়া গতিতে ছু্টে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার কোমরের নিচের অংশে হাঁড় ভেঙ্গে গেছে। পরে তাকে স্হানীয় লোকজন ও শিক্ষার্থী দ্রুত উদ্বার করে রাজধানীর মহাখালীস্হ আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে, তার শারীরিক অবস্হা গুরুতর বলে জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় আন্দেলনরত শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবী জানান। দাবী গুলো হলো- এনা পরিবহনের গাড়ির ধাক্কায় গুরুতর আহত শিক্ষার্থীর চিকিৎসার ক্ষতিপূরন দিতে হবে, নিরাপদ সড়ক চাই, আব্দুল্লাহপুর টু হাউজ বিল্ডিং সড়কে ক্রসিং ও আন্ডারপাস করতে হবে, বৈধ লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না এবং সড়কে চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালাতে পারবেনা।
এদিকে, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস সড়ক অবরোধ ও শিক্ষার্থী আন্দোলনের বিষয়টি স্বীকার করে জানান, আজ বিকেল ৪ টার দিকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ শুরু করে এবং সন্ধা সাড়ে ৬ টায় পুলিশের আশ্বাসের মাধ্যমে অবরোধ তুলে নিলে সড়কে ফের যান চলাচল শুরু হয়।
তবে, শিক্ষার্থীদের অবরোধ ও আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে শতশত যানবাহন আটকা পড়ে। এতে দূর পাল্লার বাসযাত্রীরা চরম যানজটে আটকা পড়েন এবং নানামুখী ভোগান্তির শিকার হন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |