আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৭
মনির হোসেন জীবন- রাজধানীর উত্তরায় টাওয়ারে মোবাইল ফোন কোম্পানির সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় রাশেদ (২৪) নামে আরেক শ্রমিক আহত হয়েছে। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে, নিহতের নাম হৃদয় সূত্রধর (৩১) । সে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সাওয়ালি মহেরা গ্রামের বাসিন্দা। আজ বিকেলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বেলা ১১টার দিকে উত্তরা পশ্চিম থানার আজমপুর হোসেন টাওয়ারে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসক হৃদয় সূত্রধরকে মৃত ঘোষণা করেন। এদিকে, নিহত হৃদয় সূত্রধরের সহকর্মী পবিত্র বণিক জানান, আমরা টেকনো মোবাইল কোম্পানিতে কাজ করি। আজ সোমবার সকালে উত্তরার আজমপুর হোসেন মার্কেটে মোবাইল কোম্পানির একটি সাইনবোর্ড লাগাতে গিয়ে হৃদয় ও রাশেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। ওসি মো: বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এবিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে অবগত করা হয়েছে। উত্তরা পশ্চিম থানা পুলিশ বিষয়টি স্বীকার করেছেন।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |